1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নাগরিকত্বহীন অধিবাসী

টিম ক্রোন / আরবি১৩ মে ২০১৪

তাঁদের নিজস্ব কোনো দেশ নেই৷ নেই কোনো পাসপোর্ট৷ ভোট দেওয়ার অধিকারও নেই৷ কয়েক দশক ধরে তারা লাটভিয়ায় বসবাস করছেন৷ নাগরিকত্ব নেই বলে বৈষম্যমূলক আচরণের সম্মুখীন হন তাঁরা৷

https://p.dw.com/p/1ByMp
Riga Kulturhauptstadt 2014
ছবি: DW/S. Bartlick

তারা লাটভীয় নাকি রুশ, তা নিয়ে লাটভিয়ার বাজারে কেউ মাথা ঘামায় না৷ ফুল বিক্রেতা ইনেটা লাটভীয় ভাষায় কথা বলেন৷ ক্রেতা আলা রুশ ভাষায় উত্তর দেন৷

ইনেটা বলেন, ‘‘কীভাবে আমরা মেলামেশা করি? একেবারে স্বাভাবিক৷ আর তা কেনই বা হবে না? তারা তো এখানেই জন্মেছে ৷ বড় হয়েছে৷'' আলা বলেন, ‘‘বাজারে ভাষাটা কোনো বড় বিষয় নয়৷ বাজারের একটা নিজস্ব ভাষা রয়েছে৷ এখানে লাটভীয় ভাষায় কথা বলতেও পছন্দ করি আমি৷ কেউ আমাকে শিক্ষা দিচ্ছে বলে মনে হয় না৷''

Lettland Riga, Monument der Freiheit
সোভিয়েত ইউনিয়ন থেকে মুক্ত হয়ে লাটভিয়ার স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন অনেকেছবি: Ģederts Ģelzis

স্বাধীনতার জন্য সংগ্রাম করেও নাগরিকত্ব পাননি

আলা বেরেজভস্কার বয়স ৫০৷ বাচ্চা বয়সে রাশিয়া থেকে রিগায় আসেন তিনি৷ সোভিয়েত ইউনিয়ন থেকে মুক্ত হয়ে লাটভিয়ার স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন তিনি৷ কিন্তু তবু দেশটির নাগরিকত্ব পাননি৷ ‘‘স্বাধীনতার পর এই ২০ বছরে অপমানের আধিক্য বেড়েছে৷ স্বাধীনতায় আমরা সহায়তা করেছি, কিন্তু তারা বলেন তোমরা কিছু নও৷ তোমরা এখানে বিদেশি৷''

লাটভিয়ার ৩ লক্ষ নাগরিকত্বহীন মানুষের মধ্যে আলা বেরেজভস্কাও একজন৷ তাদের ভোট দেওয়ার অধিকার নেই৷ পারে না সরকারি কাজ নিতে৷ পুলিশ ও দমকল বাহিনীতে কাজ করার অধিকারও তাঁদের নেই৷ আলা বেরেজভস্কার ভাষায়, ‘‘দেশে দুই ধরনের সমাজ গড়ে উঠেছে, যারা পাশাপাশি বসবাস করে৷ লাটভীয় ও রুশ সমাজ৷ কিন্তু এটা হওয়া উচিত নয় যে, সবকিছু লাটভীয়রাই ঠিক করবে৷ কোন ভাষায় আমাদের বাচ্চাদের শিক্ষা দেওয়া হবে, কোন অনুষ্ঠান পালিত হবে, কোনটা হবে না ইত্যাদি তারাই ঠিক করে৷''

ভাষা ও ইতিহাস পরীক্ষা দিতে হয়

লাটভিয়ার নাগরিক হতে হলে ভাষা ও ইতিহাস পরীক্ষা দিতে হয়৷ কিন্তু বেরেজভস্কা এই পরীক্ষা দিতে চান না৷ নীতিগত কারণে৷ দেশটির অধিবাসীদের প্রতি তিন জনে একজন রুশ ভাষায় কথা বলেন৷ তবুও রাষ্ট্রভাষা শুধু লাটভীয়৷ এখন রুশভাষা ক্লাস বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে৷ জাতিসংঘ লাটভিয়ায় ইন্টিগ্রেশনের ব্যাপারে সদিচ্ছার অভাব রয়েছে বলে উল্লেখ করেছে৷

ইলমার্স লাটকভসকিস জাতীয় সংসদের নাগরিকত্ব সংক্রান্ত কমিটির দায়িত্বে রয়েছেন৷ তিনি জাতিসংঘের সমালোচনা ও রুশ বংশোদ্ভূত সংখ্যালঘুদের ক্ষোভ বুঝতে পারেন না৷ তাঁর ভাষায়, ‘‘কোনো কোনো রুশ ভালভাবে এই সমাজে সম্পৃক্ত হতে পেরেছেন, দেশটির প্রতি বিশ্বস্তও তাঁরা৷ আবার কেউ কেউ সোভিয়েত আমলের চিন্তাধারা পোষণ করেন৷ তাদের ধারণা এখনও লাটভিয়ার মুক্তিদাতা বা মালিক তাঁরা৷ সন্তানদেরও এইভাবে বড় করেন এই জনগোষ্ঠী৷''

Lettland Riga, Strassenszene
লাটভিয়ায় তিন লক্ষ নাগরিকত্বহীন মানুষ রয়েছে (ফাইল ফটো)ছবি: Ģederts Ģelzis

লাটভিয়ার অধিকাংশ মানুষেরই এই রকম ধারণা৷ বাজারের ফুলবিক্রেতা ইনেটাও এই মনোভাব পোষণ করেন৷ ‘‘আমি বুঝি না, কেন তারা নিজেদের বৈষম্যের শিকার মনে করেন৷ তারা শুধু ভোট দিতে পারেন না৷ শুধু তো এটাই পার্থক্য৷''

রুশ পাসপোর্ট জোগাড় করেন কেউ কেউ

অনেকে রুশ পাসপোর্ট জোগাড় করেন৷ মস্কোর সরকার এতে খুশি হয়৷ আলেক্সান্ডার গাপোনেনকোর লাটভিয়ার নাগরিকত্বহীন ব়্যাডিক্যাল গ্রুপের মুখপাত্র৷ ‘জাতিগত শ্রেণিবিভাগের' কথা বলে প্রচারণা চালাচ্ছেন এই ব্যক্তি৷ তাঁর মতে, এর বিরুদ্ধে সংখ্যালঘুদের প্রতিরোধ গড়ে তুলতে হবে৷ রুশদের ঐক্যবদ্ধ হতে হবে৷

গাপোনেনকোর এই তত্পরতা অবশ্য তেমন সাড়া জাগায়নি৷ রিগার বাজারে আসা মানুষরা বিষয়টি নিয়ে খুব বেশি মাথা ঘামান না৷ এ ব্যাপারে একটি প্রতিবাদ কর্মসূচি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে৷

লাটভিয়ায় বসবাস করেন নিয়োনিলা কুয়ারটুক৷ কয়েক দশক ধরে রিগায় বাস করছেন তিনি৷ জন্ম তাঁর ইউক্রেনে৷ ২০ বছর হয়ে গেলেও লাটভিয়ার নাগরিকত্ব নেই তাঁর৷ এখন তিনি নাগরিকত্ব অর্জনের পরীক্ষা দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন৷ তাঁর ভাষায়, ‘‘আমার প্রাক্তন স্বদেশের ঘটনাবলী আমাকে প্রেরণা যুগিয়েছে৷ আমি চাই না, পুটিন আমাকে রক্ষা করুক৷ কোনো এক সময় লাটভিয়ার তিন লক্ষ নাগরিকত্বহীন মানুষকে সাহায্যের জন্য এগিয়ে আসুক৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য