1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লাদেনের জন্য পাকিস্তান সরকারের সমালোচনা

৯ জুলাই ২০১৩

বিশ্বের চোখ যার দিকে, সেই মানুষটা একটা দেশে ছিল প্রায় ছয় বছর৷ অথচ সে দেশের সরকার, পুলিশ, গোয়েন্দা বিভাগ – কেউ কিছু জানতে পারলো না!

https://p.dw.com/p/194C6
ছবি: AP

পাকিস্তানে বিন লাদেনের আত্মগোপন করে থাকাকে ‘রহস্যজনক’ বলে এর জন্য সরকারের তীব্র সমালোচনা করেছে একটি তদন্ত প্রতিবেদন৷প্রতিবেদনটি একটি বিচারবিভাগীয় কমিশনের তৈরি করা৷ লাদেন যুক্তরাষ্ট্রের ‘নেভি সিল'-এর অভিযানে নিহত হওয়ার পর বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়৷ পাকিস্তান সংসদে ওঠে বিচার বিভাগীয় কমিশন গঠন করে বিষয়টি তদন্ত করে দেখার দাবি৷ সেই তদন্তের প্রতিবেদন পাকিস্তানের সরকার পেয়েছিল আগেই৷ কিন্তু তা প্রকাশ করা হয়নি৷ সোমবার সেটা প্রচার করে দিয়েছে আল জাজিরা নিউজ নেটওয়ার্ক৷ তাই ২০০১ সালে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে অভিযান চালানোর পরই লাদেনের পাকিস্তানে ঢুকে পড়া এবং সেই থেকে মৃত্যু পর্যন্ত সে দেশেই অবস্থান করার বিষয়টি এখন অনেকটাই পরিষ্কার৷

আরো অনেক কিছুই উঠে এসেছে প্রতিবেদনে৷ অজ্ঞাতবাসে লাদেনের দৈনন্দিন জীবন কিভাবে কাটতো, সন্তান এবং নাতি-নাতনিদের সঙ্গে সময় কিভাবে কাটাতো জঙ্গি গোষ্ঠী আল-কায়েদার ‘সুপ্রিমো', রাতে কেন একটা সময় ঘরে সামান্য আলো জ্বালানোও বন্ধ করে দেয়া হয়েছিল – সবই জানা গেছে ৩৩৬ পৃষ্ঠার এই প্রতিবেদনের সুবাদে৷ প্রতিবেদনটি তৈরি করা হয়েছে অ্যাবোটাবাদে লাদেন যে বাড়িতে থাকতো তার আশপাশের বাসিন্দা, সামরিক কর্মকর্তা এবং বিন লাদেনের তিন বিধবা স্ত্রীর সঙ্গে কথা বলে৷

প্রতিবেদনের শেষ কথা একটাই৷ সেখানে বলা হয়েছে, পাকিস্তানে বিন লাদেন এতদিন গোপনে থাকতে পেরেছে মুশাররফ সরকারের তাকে ধরার ক্ষেত্রে আন্তরিকতার অভাব, গোয়েন্দা বিভাগের অদক্ষতা এবং দায়িত্বে অবহেলার কারণে৷

এসিবি/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য