1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লাশের রাজনীতি শুরু করেছে বিএনপি - প্রধানমন্ত্রী

১২ অক্টোবর ২০১০

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইস্যু তৈরির জন্যই লাশের রাজনীতি শুরু করেছে বিএনপি৷ সিরাজগঞ্জের ঘটনায় লাশের অপেক্ষায় ছিলেন বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া৷

https://p.dw.com/p/PccK
শেখ হাসিনাছবি: AP

এছাড়া নাটোরে উপজেলা চেয়ারম্যান হত্যাকান্ডের জন্য প্রধানমন্ত্রী বিএনপির দলীয় কোন্দলকে দায়ী করেন৷ সিরাজগঞ্জে সোমবার বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার জনসভার পাশে ট্রেনে কাটা পড়ে ৫ জন নিহত হন৷ এরপর ট্রেন জ্বালিয়ে দেয়া হয়৷ আর এই ঘটনার জন্য তাৎক্ষণিকভাবে খালেদা জিয়া দায়ি করেন সরকারকে৷ মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর জবাব দিয়েছেন৷ তিনি খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, তিনি লাশের অপেক্ষায় ছিলেন, লাশ পেয়েছেন৷

প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রেনে কাটাপড়া নীরিহ মানুষকে হত্যা ও ট্রেন পুড়িয়ে দেয়ার নেপথ্যের ঘটনা খতিয়ে দেখতে সবার প্রতি আহ্বান জানান৷

শেখ হাসিনা বলেন, নাটোর উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নূর বাবু খুন হয়েছেন বিএনপির অভ্যন্তরীন কোন্দলের কারনে৷ কিন্তু আসামী করা হচ্ছে আওয়ামী লীগ নেতা-কর্মীদের৷

প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতিবাজ ও বিদেশে অর্থ পাচারকারীদের রক্ষায় এখন খালেদা জিয়া এইসব হত্যাকান্ড ও সহিংসতায় ইন্ধন দিচ্ছেন৷

জাতীয় শ্রমিক লীগের নেতাকর্মীরা গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দেখা করতে গেলে তিনি এসব কথা বলেন৷

অন্যদিকে, সিরাজগঞ্জের ঘটনায় আরও দু'জন মারা গেছেন৷ এনিয়ে ট্রেনে কাটা পড়ে নিহতের সংখ্যা ৭ জনে দাড়াল৷ তদন্ত কমিটি কাজ শুরু করেছে৷ পুলিশ ওই ঘটনায় মোট ৯ জনকে গ্রেফতার করেছে৷ ৪ হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে দায়ের করেছে মামলা৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক