1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লিগ জিতল এসি মিলান, ধন্যবাদের ভাগ পেলেন বার্লুসকোনি

৮ মে ২০১১

জিতে গেল মিলান৷ এ সি মিলানের ঘরে আবার ইটালিয়ান লিগ চ্যাম্পিয়নশিপের তকমা৷ ২০০৪ সালের পর ২০১১ তে৷ শেষের খেলাটা ড্র হয়েছে ঠিকই৷ কিন্তু পয়েন্টে এগিয়ে মিলান একাই৷

https://p.dw.com/p/11Bkj
খেলা শেষে কোচকে নিয়ে উল্লাসছবি: dapd

লিগ টেবিলে নয় পয়েন্ট এগিয়ে মিলান

মিলানের এবার দারুণ সুদিন বললে একটুও বেশি বলা হবেনা৷ শেষবার তারা ইটালিতে লিগ চ্যাম্পিয়ন হয়েছিল ২০০৪ সালে৷ তারপর থেকে বিস্তর খরা গেছে এই নামজাদা ক্লাবের৷ কিন্তু এবারে আর কোন ভুল করেনি মাসিমিলিয়ানো আলেগ্রির কোচিং-এর এই দলটি৷ শনিবার রোমার সঙ্গে মিলানের ম্যাচটা ০-০ গোলেই শেষ হয়েছে বটে, তবে তাতে কোন ক্ষতি হয়নি৷ কারণ নয় পয়েন্টে এগিয়ে থাকা মিলানকে রোখার মত ক্ষমতা দেখাতে ব্যর্থ এবার লিগের অন্য দলগুলো৷

আলেগ্রির কৃতজ্ঞতা বার্লুসকোনিকে

এসি মিলান ক্লাবের প্রেসিডেন্ট আবার ইটালির প্রধানমন্ত্রী, যৌন কেচ্ছায় বিতর্কিত চরিত্র সিলভিও বার্লুসকোনি৷ শনিবার মিলানের কাপ জয়ের পরেই দলের কোচ আলেগ্রি প্রথম ধন্যবাদটি উজাড় করে দিয়েছেন সেই প্রেসিডেন্টকেই৷ বলেছেন, ক্লাবের দুর্দিনে নতুন খেলোয়াড়দের দলে আনার বিষয়ে বার্লুসকোনির সম্মতিই এবার মিলানকে এই সম্মান এনে দিয়েছে৷

AC Mailand nach 0:0 gegen AS Rom zum 18. Mal italienischer Meister
রোমার বিরুদ্ধে ম্যাচের একটি মুহুর্তছবি: dapd

এবারের মিলান দল নিয়ে সংশয় ছিল অনেকেরই

সংশয়ের কারণ ছিল দল নির্বাচন৷ লিগের শুরু থেকেই অনেক সমালোচক বলে আসছিলেন, এসি মিলান এবারেও তেমন কিছু করতে পারবে না৷ কারণ দলে প্রচুর বয়স্ক খেলোয়াড়৷ কিন্তু কাপ জয়ের পর আত্মবিশ্বাসী কোচ সে সংশয়েরও জবাব দিয়েছেন৷ আলেগ্রির মতে, ৩৬ টি ম্যাচের মধ্যে ২৩ টিতে জিতেছে মিলান এবারের লিগে৷ যা বেশ প্রশংসনীয় অবদান৷ এবং খেলোয়াড়দের মধ্যে তালমিল ছিল বলেই সেটা সম্ভব হয়েছে৷

খেলোয়াড়রা কোচকে নিয়ে উৎফুল্ল

আলেগ্রির কোচিং যে দলটার মধ্যে একটা নতুন ছন্দ এনেছে, তা স্বীকার করছেন খেলোয়াড় থেকে সমর্থক সকলেই৷ মিলানের ভাইস ক্যাপ্টেন গেন্নারো গাত্তুসো এএফপি-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, আলেগ্রির অসামান্য কোচিং এবং সকলকে এক জায়গায় নিয়ে এসে উদ্বুদ্ধ করাটাই আসলে এই সাফল্যের নেপথ্যে রয়েছে৷ যে কারণে গাত্তুসো আলেগ্রিকে দশের মধ্যে দশ পয়েন্ট দিয়ে সম্মান জানিয়েছেন৷

প্রতিবেদন : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: রিয়াজুল ইসলাম