1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লিজ টেইলরের প্রেমপত্র নিলামে

৯ মে ২০১১

২৩শে মার্চ ২০১১, এ পৃথিবী ছেড়ে চিরদিনের জন্য চলে গিয়েছিলেন এলিজাবেথ টেইলর৷ অথচ এরপরও সেই নীল নয়নার জীবন নিয়ে মানুষের কৌতূহল যেন শেষ হয়নি৷ আর এবার, সেই স্বপ্নসুন্দরীর প্রায় ৬০টি চিঠি নাকি নিলামে উঠতে যাচ্ছে৷

https://p.dw.com/p/11CIg
লিজ টেইলরছবি: dadp

১৯৪৯ সাল৷ উইলিয়াম পওলি সিনিয়র'এর নিমন্ত্রণে মায়ের সঙ্গে মায়ামির একটি সমুদ্রসৈকতে ছুটি কাটান লিজ৷ এক-আধ মাস নয়৷ প্রাসাদসম রিসর্ট'টিতে প্রায় বছরখানেক ছিলেন মা-মেয়ে৷ সে সময় লিজ'এর বয়েস মাত্র ১৭ বছর৷

বলাই বাহুল্য, সদ্য-যৌবনা লিজ ব্রাজিলে সেই মার্কিন রাষ্ট্রদূতের প্রেমে তখন একরকম হাবুডুবুই খেয়েছিলেন৷ সৌভাগ্যবান পুরুষ বলতে হবে৷ তা না হলে, একই পুরুষকে একে-একে মোট ৬০টি প্রেমপত্র লেখা কি আর কথার কথা ?

সে যাই হোক৷ জানা যায়, টেইলর'এর অগুন্তি ছেলে বন্ধুর কারণেই নাকি সেই প্রেমের ইতি ঘটেছিল৷ তারপরেও অবশ্য লিজ'এর প্রথম যৌবনের প্রেম - উইলিয়াম পওলি সেই প্রেমপত্রগুলি অতি যত্নে নিজের কাছে রেখে দিয়েছিলেন৷ আর এবার, পওলি'কে লেখা সেই ৬০টি প্রেমপত্রই নিলামে উঠতে চলেছে৷ তবে আগামী ১২ থেকে ১৯শে মে পুরো ব্যাপারটাই হবে অনলাইন'এর মাধ্যমে৷ আশা করা হচ্ছে, ঐতিহাসিক ঐ প্রেমপত্রগুলি আনতে পারবে অন্তত ৩০ হাজার মার্কিন ডলার৷

আর লিজ'এর ঐ প্রেমপত্রগুলি নিলামে ওঠার ফলে এবার হয়তো তাঁর রহস্যে ঘেরা রঙিন জীবনের আরো কিছু অংশ সাধারণের সামনে উঠে আসবে৷ উঠে আসবে রহস্যময়ী এক নারীর বহু অজানা তথ্য, তাঁর চাওয়া-পাওয়া, তাঁর ব্যাকুলতার কথা৷

উল্লেখ্য, সেদিনের ২৮ বছরের সেই তরুণ আজ থাকেন দক্ষিণ ফ্লোরিডায়৷ তাঁর বয়েস ৯০ বছর৷

প্রতিবেদন: দেবারতি গুহ

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক