1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লিবিয়ার বাংলাদেশীদের সব দায়িত্ব নিচ্ছে হাসিনা সরকার

২৬ ফেব্রুয়ারি ২০১১

লিবিয়ার বাংলাদেশীদের খাদ্য ও চিকিৎসার খরচ বহন করবে বাংলাদেশ সরকার৷ আর তাদের সরিয়ে নেয়ার জন্য জাহাজ ও বিমানভাড়াও দেবে সরকার৷ তাদের ট্রাভেল ডকুমেন্ট করে দেয়া হবে কোন অর্থ ছাড়াই৷

https://p.dw.com/p/10Q6W
লিবিয়ায় আটকে পড়েছেন হাজার হাজার বাংলাদেশীছবি: AP

প্রবাসী কল্যাণ সচিব ড. জাফর আহমেদ জানান লিবিয়ায় যেসব বাংলাদেশী আছেন তাদের অধিকাংশই মালয়েশিয়া, চীন এবং কোরিয়ান কোম্পানিতে কাজ করেন৷ ওই সব কোম্পানির সঙ্গে তারা কথা বলেছেন৷ বাংলাদেশীদের এখন প্রধান সমস্যা খাদ্যের৷ তাই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ওইসব কোম্পানিকে বাংলাদেশীদের সব ধরনের সহায়তা দিতে অনুরোধ করা হয়েছে৷ এজন্য যে অর্থ লাগে তা দেবে বাংলাদেশ সরকার৷ এছাড়া প্রতিবেশী দেশগুলোকে সেখানে আশ্রয় নেয়া বাংলাদেশীদের সব ধরনের সহায়তার অনুরোধ জানান হয়েছে৷ তিনি জানান, লিবিয়ায় সংকটে পড়া বাংলাদেশীদের আর্থিক বিষয়টি পুরোপুরি বাংলাদেশ সরকার দেখবে৷

প্রবাসী কল্যাণ সচিব জানান, যেসব বাংলাদেশী লিবীয় সীমান্ত পার হয়ে প্রতিবেশী কোনো দেশে আশ্রয়ের জন্য যাবেন তাদের পাসপোর্টসহ সব ট্রাভেল ডকুমেন্ট বিনা পয়সায় করে দিতে সংশ্লিষ্ট বাংলাদেশী দূতাবাসগুলোকে বলা হয়েছে৷ বিমান, জাহাজ অথবা যে কোনো পরিবহণেই তাদের সরিয়ে নেয়া হোক না কেন বাংলাদেশ সরকার খরচ বহন করবে৷

ড. জাফর আহমেদ জানান, প্রবাসে শ্রমিকদের সমস্যা সম্পর্কে অভিজ্ঞ মন্ত্রণালয়ের এমন কয়েকজন কর্মকর্তাকে লিবিয়ার প্রতিবেশী দেশগুলোতে পাঠান হচ্ছে৷ তারা সেখানকার বাংলাদেশী দূতাবাসকে সহায়তা দেবেন৷

প্রতিবেদন : হারুন উর রশীদ স্বপন, ডয়চে ভেলে , ঢাকা

সম্পাদনা : অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য