1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লিবিয়ায় ক্ষমতা ছাড়ার লক্ষণ দেখাচ্ছেন না গদ্দাফি

২২ ফেব্রুয়ারি ২০১১

লিবিয়ার সংকটের এখনো কোনো সমাধানসূত্র দেখা যাচ্ছে না৷ সরকার ও বিরোধীপক্ষ নিজেদের অবস্থানে অটল রয়েছে৷ বিভিন্ন দেশে কর্মরত লিবিয়ার কূটনৈতিকরা পদত্যাগ করতে শুরু করেছেন৷

https://p.dw.com/p/10LsV
মুয়ম্মর গদ্দাফিছবি: picture alliance/dpa

গদ্দাফি কি এখনো ক্ষমতা আঁকড়ে রয়েছেন

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম লিবিয়া থেকে স্বাধীনভাবে সংবাদ পরিবেশন করতে না পারায় সেখানকার সঠিক চিত্র তুলে ধরা একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে৷ বেশিরভাগ ক্ষেত্রেই নির্ভর করতে হচ্ছে অসমর্থিত সূত্রের উপর৷ যাই হোক, প্রবল বিক্ষোভের মুখে ক্ষমতা ছাড়ার কোনো লক্ষণ দেখাচ্ছেন না লিবিয়ার নেতা মুয়ম্মর আল গদ্দাফি ও তাঁর ছেলে সাঈফ৷ বিমানবাহিনী বিক্ষোভকারীদের উপর হামলা চালিয়ে যাচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে৷ এদিকে নিরাপত্তা বাহিনীর একাংশ বেঁকে বসায় আফ্রিকার অন্যান্য দেশ থেকে ভাড়াটে সৈন্য এনে তাদের দিয়ে পীড়নের কাজ চালানো হচ্ছে বলে অভিযোগও উঠছে৷ সরকারিভাবে অবশ্য বিক্ষোভকারীদের হত্যালীলার অভিযোগ অস্বীকার করছে গদ্দাফি প্রশাসন৷ এদিকে লাগাতার অশান্তির ফলে দেশের স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে৷ এমনকি রাজধানী ত্রিপোলিতেও খাদ্য সংকট দেখা যাচ্ছে৷

কূটনীতিকদের মধ্যেও বিদ্রোহ

গোটা বিশ্বে ছড়িয়ে থাকা লিবিয়ার একের পর এক কূটনীতিক গদ্দাফির প্রতি আনুগত্য ত্যাগ করে চলেছেন৷ ওয়াশিংটনে নিযুক্ত লিবীয় রাষ্ট্রদূত আলি আউজালিও সেই তালিকায় নাম লিখিয়েছেন৷ সেইসঙ্গে তিনি মার্কিন প্রশাসনের প্রতি লিবিয়ায় দমননীতির বিরুদ্ধে আরও সোচ্চার হওয়ার ডাক দিয়েছেন৷ বাংলাদেশে নিযুক্ত লিবীয় রাষ্ট্রদূত আহমেদ আতিয়া হামাদ আল-ইমানও পদত্যাগ করেছেন৷

Libyen No Flash
বিক্ষোভ শুরু হয়েছিল লিবিয়ার বেনগাজি শহরেই প্রথম৷ছবি: AP

বিদেশি নাগরিকরা লিবিয়া থেকে পালাচ্ছেন

জার্মানি, গ্রিস, নেদারল্যান্ডস সহ একাধিক দেশ তাদের নাগরিকদের উদ্ধার করতে লিবিয়ায় বিমান পাঠাচ্ছে৷ লিবিয়ার অশান্ত পরিস্থিতির প্রেক্ষাপটে প্রতিবেশী দেশ মিশরের সামরিক প্রশাসন একদিকে সীমান্তে প্রহরা বাড়িয়ে দিয়েছে৷ অন্যদিকে সেদেশের শরণার্থীদের জন্য ২৪ ঘন্টা সীমান্ত খুলে রাখা হচ্ছে৷ তাছাড়া কমপক্ষে ৪টি বিমান পাঠিয়ে মিশরের নাগরিকদের উদ্ধারের ব্যবস্থাও করছে কায়রো প্রশাসন৷ লিবিয়ার নেতা মুয়ম্মর আল গদ্দাফির ছেলে সাঈফ বিদ্রোহে মিশরের নাগরিকদের জড়িত থাকার অভিযোগ করলেও মিশর তা পুরোপুরি অস্বীকার করেছে৷ আলেক্সান্দ্রিয়ার লিবিয় কনসুলেটের সামনে বিক্ষোভ চলছে৷ বিক্ষোভকারীরা কূটনীতিকদের উদ্দেশ্যে দলবদলের ডাক দিচ্ছে৷

লিবিয়াকে ঘিরে তেলের দামের ওঠাপড়া

লিবিয়ার অশান্ত পরিস্থিতির ফলে আন্তর্জাতিক বাজারে পেট্রোলিয়ামের মূল্য বেড়ে চলছে, যার প্রভাব পড়ছে শেয়ার বাজারের উপরেও৷ ভারসাম্য বজায় রাখতে মার্কিন উপ জ্বালানি মন্ত্রী ড্যানিয়েল পোনম্যান অন্যান্য তেল উৎপাদনকারী দেশগুলির উদ্দেশ্যে উৎপাদন বাড়ানোর আহ্বান জানিয়েছেন৷ সৌদি আরব জরুরি ভিত্তিতে উৎপাদন বাড়াতে রাজি হয়েছে৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান