1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লিবিয়ায় দুই বিদেশি ফটোসাংবাদিক নিহত

২১ এপ্রিল ২০১১

লিবিয়ার মিসরাতা শহরে বিস্ফোরণে দুই পশ্চিমা সাংবাদিক প্রাণ হারিয়েছেন৷ সেদেশে যুদ্ধ অব্যাহত রয়েছে৷ ত্রিপোলীতে ন্যাটোর সর্বশেষ বিমান হামলায় নিহত হয়েছে কমপক্ষে সাতজন৷

https://p.dw.com/p/111ax
আফগানিস্তানে এক মার্কিন সেনার বিশ্রামের এই বিখ্যাত ছবিটি তুলেছিলেন টিম হেথারিংটন

নিহত দুই সাংবাদিক

লিবিয়ার সেনাবাহিনী কর্তৃক ঘিরে রাখা মিসরাতা শহরে বুধবার বিস্ফোরণে নিহত হন ফটো সাংবাদিক টিম হেথারিংটন এবং ক্রিস হন্ডরোস৷ টিম কাজ করতেন পেনোস পিকচার্স এর হয়ে৷ ব্রিটেন এবং অ্যামেরিকার যৌথ নাগরিকত্ব রয়েছে তাঁর৷ এছাড়া মার্কিন নাগরিক ক্রিস হন্ডরোস কাজ করতেন গ্যাটি ইমেজ-এর জন্য৷ এই দুই ফটোসাংবাদিক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এবং তারা একাধিক অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছিলেন৷ ধারণা করা হচ্ছে, মর্টার হামলায় প্রাণ হারিয়েছেন তারা৷ আরো এক ফটোসাংবাদিক সেই হামলায় গুরুতর আহত হয়েছেন৷

ত্রিপোলীতে ন্যাটোর হামলা

বার্তাসংস্থা রয়টার্সের খবর অনুযায়ী, ত্রিপোলীর দক্ষিণপশ্চিমের খালাত আল-ফারজান এলাকায় ন্যাটো হামলায় কমপক্ষে সাত জন নিহত এবং ১৮ জন আহত হয়েছে৷ লিবিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এই সংবাদ প্রকাশ করেছে বার্তাসংস্থাগুলো৷ এদিকে, ন্যাটো লিবিয়ার বেসামরিক নাগরিকদের গাদ্দাফি বাহিনীর কাছ থেকে যতদূরে সম্ভব অবস্থান করার আহ্বান জানিয়েছে৷ এতে করে বিমান হামলায় বেসামরিক প্রাণহানির শঙ্কা কমতে পারে৷ লিবিয়া সংক্রান্ত আন্তর্জাতিক বাহিনীর দায়িত্বে থাকা লেফটেন্যান্ট জেনারেল চার্লস বুকার্ড জানিয়েছেন, ন্যাটো পাইলটরা যতটা সম্ভব সুবিধাজনক দূরত্ব থেকে হামলা পরিচালনা করছে যাতে করে বেসামরিক হতাহতের ঝুঁকি কমানো যায়৷

epa02672083 A Libyan rebel fighter prays near the front line on the road between Ajdabiya and Brega, Libya, on 06 April 2011. According to media sources, the military leader of the Libyan rebels, General Abdul Fattah Younis, confirmed on 06 April in a television interview that his forces had received weapons from allied countries. He had earlier criticized NATO for not being quick enough with airstrikes against Libyan Leader Muammar Gaddafi's forces. EPA/VASSIL DONEV
লিবিয়ায় যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বিদ্রোহীরাছবি: picture alliance/dpa

যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান

লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী আব্দুল আটি আল-ওবায়দি মঙ্গলবার জানান, গণতান্ত্রিক এবং সাংবিধানিক সংস্কার বিষয়ক আলোচনা চালাতে অনির্ধারিত বা কমপক্ষে ছয়মাসের যুদ্ধবিরতি প্রয়োজন৷ এই সময়ের মধ্যে জাতিসংঘের পর্যবেক্ষণে নির্বাচনের প্রস্তুতি গ্রহণেরও ইঙ্গিত দিয়েছিলেন তিনি৷ কিন্তু বুধবার বিদ্রোহীরা এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে৷ বিদ্রোহীদের মুখপাত্র আব্দুল হাফিজ জানান, গাদ্দাফি এখন যুদ্ধিবিরতি চাইছেন কেননা তাঁর বাহিনী ন্যাটোর বিমান হামলায় ধ্বংস হচ্ছে৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: ফাহমিদা সুলতানা

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য