1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লিবিয়া থেকে ফিরলেন আরো বাংলাদেশি কর্মী

১ মার্চ ২০১১

লিবিয়া থেকে দু’দফায় আরো ৯ জন বাংলাদেশি দেশে ফিরে এসেছেন৷ তারা লিবিয়ায় ভারতীয় ডিএসসি কনষ্ট্রাকশন এবং তুরস্কের তুর্কি ইত্তেফা কোম্পানিতে কাজ করতেন৷ আগামীকাল আরো এক হাজার বাংলাদেশি লিবিয়া থেকে দেশে ফিরে আসবেন বলে খবর৷

https://p.dw.com/p/10RC4
দেশে ফেরাদের কয়েকজনছবি: DW

ডিএসসি কনষ্ট্রাকশন কোম্পানির ৭ জন শ্রমিক ভোর রাতে ঢাকায় ফেরেন৷ কোম্পানির সহায়তা পেয়েই তারা দেশে ফেরত আসেন৷ তারা প্রথমে ত্রিপলি থেকে আফ্রিকান এয়ার লাইন্সের বিমান যোগে দুবাই যান৷ সেখান থেকে জিএমজি এয়ার লাইন্সের বিমানে ঢাকার শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছান৷ তবে ফেরার পথে ছিল কষ্ট আর ভোগান্তি৷

লিবিয়া থেকে ফিরে আসা এই কর্মীরা জানান, ফেরার পথেও তাদের না খেয়ে থাকতে হয়েছে৷ তাদের দেখার কেউ ছিলনা৷ দুবাই এয়ার পের্টেও অপেক্ষা করতে হয়েছে তাদের৷ লিবিয়া পুলিশের হাতে আটক হয়ে নির্যাতনেরও শিকার হতে হয়েছে তাদের, জানিয়েছেন তারা৷ শিকার হয়েছেন মারপিটের৷ সেখানে বাংলাদেশির মৃত্যুর খবরও তারা শুনেছেন৷ তবে এর সত্যতা সম্পর্কে নিশ্চিত হতে পারেননি তারা৷

আজ দুপুরে আরো দু'জন বাংলাদেশি নাগরিক লিবিয়া থেকে ঢাকায় ফেরেন৷ তারা ত্রিপলির গুরজিতে তুর্কি ইত্তেফা নামের একটি কনষ্ট্রাকশন কোম্পানিতে কাজ করতেন৷ তারা প্রথমে টার্কিশ এয়ার লাইন্সের বিমানে তুরস্কের ইস্তাম্বুল যান৷ সেখান থেকে সৌদি এয়ার লাইন্সের বিমানে সৌদি আরব হয়ে একই বিমানে ঢাকা আসেন৷ তারা জানান, লিবিয়ায় এখনো হাজার হাজার বাংলাদেশি নাগরিক নারকীয় অবস্থার মধ্যে রয়েছে৷ তাদের খাবার নেই, নেই নিরাপত্তা৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক