1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লিবিয়া থেকে ৬ হাজার বাংলাদেশিকে সরিয়ে নেয়া হচ্ছে

২৬ ফেব্রুয়ারি ২০১১

লিবিয়া থেকে ৬ হাজার বাংলাদেশিকে সরিয়ে নেয়ার ব্যবস্থা করেছে বাংলাদেশ সরকার৷ ইতিমধ্যেই প্রায় ২ হাজার বাংলাদেশি লিবিয়া ছেড়েছে৷

https://p.dw.com/p/10Pyn
পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস ডয়চে ভেলেকে সাক্ষাৎকার দিচ্ছেনছবি: DW/Al-Farooq

প্রতিবেশী দেশগুলোতে বাংলাদেশি দূতাবাস তাদের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে বলে শনিবার সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস৷

পররাষ্ট্র সচিব জানান এই ৬ হাজার বাংলাদেশিকে ধাপে ধাপে সরিয়ে নেয়া হচ্ছে নিরাপদ আশ্রয়ে৷ তাদের প্রতিবেশি দেশ প্রধানত মিশর, তিউনিসিয়া ও গ্রিসে নেয়া হচ্ছে৷ এজন্য আইওএম, আইসিআরসি এবং যেসব প্রতিষ্ঠানে বাংলাদেশি নাগরিকরা কাজ করছেন সেসব প্রতিষ্ঠানের সহায়তা নেয়া হচ্ছে৷ বাংলাদেশের নাগরিকদের একটি বড় অংশ লিবিয়ার কোরীয় এবং চীনা কোম্পানিতে কাজ করেন৷ তিনি জানান অধিকাংশ বাংলাদেশির হাতেই এখন পরিস্থিতির কারণে কোন ট্রাভেল ডকুমেন্ট নেই৷ তাই লিবিয়ার প্রতিবেশি দেশগুলোতে বাংলাদেশ দূতাবাসে লোকবল বাড়ান হচ্ছে৷ যাতে বাংলাদেশিরা সীমান্ত পার হওয়ার পরই তাদের নতুন করে পাসপোর্টসহ ট্রাভেল ডকুমেন্ট তৈরি করে দেয়া যায়৷

মিজারুল কায়েস জানান, শনিবার ৮০৪ জন বাংলাদেশিকে নিয়ে একটি জাহাজ গ্রীসের ক্রীট দ্বীপে রওয়ানা হয়েছে৷ তিউনিশিয়ায় আশ্রয় নিয়েছে ৩০০ এবং মিশর সীমান্তে অবস্থান করছে ৫৬০ জন বাংলাদেশি৷

পরারাষ্ট্র সচিব জানান, লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের ব্যাপারে তথ্য দেয়া এবং তথ্য গ্রহণের জন্য ঢাকায় একটি কন্ট্রোল রুম খেলা হয়েছে৷ পররাষ্ট্র এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যৌথভাবে এটি পরিচালনা করছে৷

পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, তারা এখনো লিবিয়ায় কোন বাংলাদেশির হতাহতের খবর পাননি৷ বাংলাদেশিরা সেখানে প্রধানত খাদ্য ও নিরাপত্তার সংকটে রয়েছেন৷ তবে ডয়চে ভেলেসহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সেখানে অবস্থানরত বাংলাদেশিদের উদ্ধৃত করে ৩৭ জন বাংলাদেশি নিহত হওয়ার যে খবর প্রচারিত হয়েছে তার প্রতিবাদ জানাননি পররাষ্ট্র সচিব৷ তিনি বলেন ওই খবর যে ভুল তা তিনি বলছেন না৷ তবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে হতাহতের কোন তথ্য এখন পর্যন্ত নেই৷

লিবিয়ায় সরকারি হিসেবে এখন ৬০ হাজার বাংলাদেশি রয়েছেন৷ পররাষ্ট্র সচিব বলেন, লিবিয়া থেকে সব বাংলাদেশিকে সরিয়ে আনার মত অবস্থা এখনো হয়নি৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: জাহিদুল হক