1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লি’র ছবির প্রধান চরিত্রে সতেরো বছরের সুরাজ

২৮ অক্টোবর ২০১০

অভিনয়ে আগের কোন অভিজ্ঞতা নেই তার৷ বিখ্যাত হওয়ার মতো তেমন কিছু এখনও করার সুযোগ হয়নি ১৭ বছর বয়সি ভারতীয় কিশোর সুরাজ শর্মার৷ তবে এবার সে পেছনে ফেলে দিল অভিনয় শিল্পী হওয়ার দৌড়ে থাকা তিন হাজার কিশোরকে৷

https://p.dw.com/p/Pqhx
অ্যাঙ্গ, লি, ছবি, প্রধান, চরিত্র, সুরাজ, চলচ্চিত্র, অস্কার, Film, Lee, Ang, Pi, Patel, India,
‘ব্রোকব্যাক মাউন্টেইন’ ছবির জন্য অস্কার পাওয়ার পর পুরস্কার হাতে অ্যাঙ্গ লিছবি: AP

ইয়ান মার্টেলের হিট উপন্যাস ‘লাইফ অব পি'৷ ২০০২ সালে এটি ম্যান বুকার পুরস্কার লাভ করে৷ এতে প্রধান চরিত্রে রয়েছে পি পাটেল৷ পি ভারতের একটি চিড়িয়াখানা থেকে যাত্রা শুরু করে৷ প্রশান্ত মহাসাগর পাড়ি দিতে গিয়ে তাদের জাহাজ ঝড়ের কবল পড়ে৷ কিন্তু বেঁচে যায় পি৷ একটি লাইফবোটে করে ভাসতে ভাসতে তীরে গিয়ে পড়ে রয়েল বেঙ্গল টাইগারের সামনে৷

এই বইটি অবলম্বনে ছবি তৈরি করা হবে৷ তাই ছবির জন্য দরকার প্রধান চরিত্র৷ খোঁজা শুরু হয় এক মাস আগে৷ অবশেষে যাকে প্রধান চরিত্রের জন্য পাওয়া গেল সে হলো সুরাজ৷ কয়েক হাজার প্রতিযোগীর মাঝ থেকে সুরাজকে পছন্দ করলেন পরিচালক অ্যাঙ্গ লি৷ সুরাজের পিতামাতা দু'জনেই গণিতবিদ৷ তাঁরা কাজ করেন দিল্লীতে৷

অস্কার বিজয়ী ছবি ‘ব্রোকব্যাক মাউন্টেইন' এর জন্য বিখ্যাত লি৷ এছাড়া তাঁর ছবি ‘ক্রাউচিং টাইগার, হিডেন ড্রাগন' বেশ জনপ্রিয়৷ কিন্তু নতুন ছবির জন্য পি'র ভূমিকায় অভিনেতা খুঁজে পেতে বেশ হিমশিম খেতে হয়েছে লি'কে৷ তিনি বলেন, ‘‘ষোল বছরের পি'র ভূমিকা ফুটিয়ে তোলা বেশ কঠিন৷ আমরা গোটা ভারত জুড়ে খুঁজে ফিরেছি এমন একটি কিশোর যার মধ্যে থাকবে আকর্ষণীয় নিষ্পাপ চেহারা, চরিত্রের গভীরতা যা আমাদের হৃদয়কে নাড়া দেবে এবং যাত্রাপথে অটল থাকার জন্য প্রয়োজনীয় শারীরিক গঠন৷ লি বলেন, সুরাজের মধ্যে রয়েছে তার চোখের মধ্য দিয়ে আবেগ ছড়িয়ে দেওয়ার ক্ষমতা এবং স্বাভাবিক সক্ষমতা যা একটা বিরল সম্পদ৷

যাহোক, ত্রিমাত্রিক ছবিটির চিত্র ধারণ করা হচ্ছে ভারত এবং তাইওয়ানে৷ এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে ২০১২ সালের ডিসেম্বরে৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: আরাফাতুল ইসলাম