1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লীলাতুলির জন্য জামা বুনেছেন শেখ হাসিনা

২২ নভেম্বর ২০১০

বিএনপি-র বহিষ্কৃত নেতা ব্যারিস্টার নাজমুল হুদাই মোটের ওপর দখল করে রেখেছেন আজকের সংবাদপত্র এবং সংবাদমাধ্যমের শিরোনাম৷ রয়েছে বিভিন্ন চাপানউতোর আর নাতনির জন্য প্রধানমন্ত্রীর হাতে বোনা জামার কথা৷

https://p.dw.com/p/QEsx
হাসিনাস হুদা, নাতনি, সফর, বিএনপি, বিদেশ, সেনাবাহিনী, Hasina, BNP, Huda, Press, Army
সদ্যজাতা নাতনির জন্য প্রধানমন্ত্রী হাসিনা জামা বুনেছেন নিজের হাতেছবি: Harun Ur Rashid Swapan

আইনি লড়াই চালিয়ে যাবেন হুদা

বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত নাজমুল হুদা বলেছেন, দলের স্থায়ী কমিটির বহিষ্কারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে তিনি আইনি লড়াই চালিয়ে যাবেন৷ রোববার রাত ১২টায় টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে নিজের এই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিএনপির সাবেক এই সহসভাপতি৷ তিনি বলেন, ‘এভাবে বহিষ্কারের সিদ্ধান্তের আইনগত বৈধতা নিয়ে প্রশ্ন থেকেই যায়৷ আমি অবশ্যই এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আইনি লড়াই করব৷' নাজমুল হুদার আক্ষেপ, ‘কথা বলার জন্য এতো কঠিন শাস্তি আমাকে পেতে হবে, তা আমি কখনোই চিন্তা করিনি৷' সোমবার এ ব্যাপারে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন বলে তিনি জানিয়েছেন৷ সোমবারের প্রতিটি পত্রিকার প্রধান শিরোনাম নাজমুল হুদার বহিষ্কার৷ বলা বাহুল্য, এই ঘটনার প্রতিক্রিয়া এবং পাল্টা প্রতিক্রিয়া এখন চলতেই থাকবে৷

সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণে উদ্যোগ নেবেন প্রধানমন্ত্রী

রোববার সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে৷ সেনাকুঞ্জের এই অনুষ্ঠানে বিরোধী নেত্রী খালেদা জিয়া কিংবা চারদলীয় জোটের কোন নেতাই হাজির ছিলেন না৷ প্রথাগত গাম্ভীর্য এবং নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালিত হয়৷ দৈনিক ইত্তেফাক তাদের প্রথম পাতায় গুরুত্ব দিয়েই এই সংবাদ পরিবেশন করেছে৷

নিজের হাতে বোনা উলের জামা নিয়ে নাতনিকে দেখবেন হাসিনা

গতকাল রাতে বারো দিনের জন্য ত্রিদেশীয় বিদেশ সফরে যাত্রা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ সঙ্গে নিয়ে গেছেন নিজের বোন শেখ রেহানার সদ্যজাতা নাতনি লীলাতুলি হাসিনার জন্য একটি নিজের হাতে বোনা উলের জামা৷ বেলজিয়ামে বসবাসরত রেহানার পুত্র রেদোয়ান সিদ্দিকের কন্যা লীলাতুলির জন্য জামা বুনতে দীর্ঘদিন পর উলকাঁটা ধরেছেন প্রধানমন্ত্রী৷ কাজের ফাঁকে দুই সপ্তাহ ধরে জামাটি বুনেছেন৷ প্রসঙ্গত, বিদেশ সফরে হাসিনা প্রথমে রাশিয়া, পরে বেলজিয়াম এবং শেষে জাপানে যাবেন৷

গ্রন্থনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: রিয়াজুল ইসলাম