1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

Lady Gaga and Obama/Facebook/Twitter

২ জুলাই ২০১০

এসময়ের ম্যাডোনা লেডি গাগা৷ এবার হারালেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকেও৷ গান কিংবা নাচে নয়৷ কিছুটা জনপ্রিয়তায়৷ অবশ্য সেটাও শুধু ইন্টারনেটে যাদের সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে বেশ আনাগোনা আছে, তাদের মাঝে জনপ্রিয়তায়৷

https://p.dw.com/p/O8iS
এসময়ের ম্যাডোনা লেডি গাগাছবি: picture-alliance/ dpa

মাত্র এক সপ্তাহ আগেই লেডি গাগাকে পেছনে ফেলে এগিয়েই ছিলেন ওবামা৷ কিন্তু বৃহস্পতিবারেই দৌড়ে হেরে যান ওবামা৷ যতোসব আজব ধরণের পোশাক আর চার্টের শীর্ষে থাকা সঙ্গীতের বদৌলতে হিট তারকা গাগা এবার ফেসবুকেও একটা হিট দিলেন৷ বৃহস্পতিবার গাগা'র ভক্ত ছিল ৯০ লাখ ৭৬ হাজার৷ অন্যদিকে, ওবামার ভক্তের সংখ্যা ৯০ লাখ ৪১ হাজার৷

শুধুমাত্র ফেসবুকেই নয়, গাগার জয় হয়েছে টুইটারেও৷ গাগার টুইটার অ্যাকাউন্টের, প্রযুক্তির ভাষায়, অনুসারী যখন ৪০ লাখ ৭২ হাজার, তখন ওবামার টুইটার অ্যাকাউন্টের অনুসারী ৪০ লাখ ৪২ হাজার৷ ওদিকে, হোয়াইট হাউসের টুইটার অ্যাকাউন্টে অনুসারী মিলেছে মাত্র ১০ লাখ ৭৭ হাজার৷ অবশ্য, একটি জায়গায় বেশ মিল আছে এই দৌড়ের ব্যবধানে৷ সেটা হলো ফেসবুক এবং টুইটার দু'টোতেই এই দুই জগতের তারকার ভক্তের সংখ্যায় তারতম্য হয়েছে ৩০ থেকে ৩৫ হাজারের৷

Lady Gaga Flash-Galerie
ফাইল ছবিছবি: picture-alliance / Jazz Archiv

এদিকে, লেডি গাগা রাজনীতির মাঠের তারকা বারাক ওবামাকে হার মানালেও, হারাতে পারেননি নিজ জগতের অপর তারকা ব্রিটনি স্পিয়ার্সকে৷ কারণ ৫০ লাখ ২৪ হাজার ভক্ত নিয়ে এখনও শীর্ষে স্পিয়ার্স৷ যাহোক, জনপ্রিয়তার মাত্রা এখন আর বড় পর্দা কিংবা মঞ্চ কৌশলেই সীমাবদ্ধ থাকছে না, এটা বেশ পরিষ্কার৷ তারকাদের এখন হিট লিস্টে থাকতে হলে ছোট পর্দার হিটেও সেরা হতে হবে৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী