1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শচীনের শতকে ভারতের সংগ্রহ ৩৮২ রান

২৯ জুলাই ২০১০

ভারতের জন্য আবারও ত্রাণকর্তার ভূমিকায় শচীন তেন্ডুলকার৷ টেস্ট জীবনের ৪৮তম শতক নিয়ে অপরাজিত৷ ১৬৮তম টেস্ট খেলতে নেমে করেছেন ১০৮ রান৷ ১৬৭ বল খেলে মেরেছেন একটি ছয় এবং ১৪টি চার৷

https://p.dw.com/p/OX2m
India, Cricket, Sachin, Tendulkar, Sri Lanka, ভারত, শ্রীলঙ্কা, শচীন তেন্ডুলকার
ভারতের জন্য আবারও ত্রাণকর্তার ভূমিকায় শচীন তেন্ডুলকার (ফাইল ছবি)ছবি: AP

শচীনের সঙ্গে অপর প্রান্তে সুরেশ রায়না৷ শচীন-রায়নার জুটি দলকে দিয়েছে ১৪১ রান৷ রায়নার ব্যক্তিগত রান ৬৬৷ ১৩৩ বলে হাঁকিয়েছেন ৮টি চার৷ অভিষেক টেস্টেই অর্ধশতকের সূচনা হলো রায়নার৷ তবে মাত্র এক রানের জন্য ২১তম শতকের আশা পূরণ হলো না বীরেন্দর শেবাগের৷ সুরাজ রনদিভের প্রথম বলেই শিকার হন শেবাগ৷ আগে বেড়ে মারতে গিয়েই শতক হারালেন শেবাগ৷ ১০১ বলে ৯৯ রানে তুলে মাঠ ছাড়তে হয় শেবাগকে৷ এর মধ্যেই তিনি হাঁকিয়েছেন ১৫টি চার৷

আর এটিই ছিল রনদিভের প্রথম টেস্ট উইকেট৷ এছাড়া রাহুল দ্রাবিড়কেও বিদায় নিতে হয়েছে রনদিভের বলেই৷ মাত্র তিন রান ওঠে রাহুল দ্রাবিড়ের ব্যাট থেকে৷ এদিকে, অপর উদ্বোধনী ব্যাটসম্যান মুরালি বিজয় বিদায় নেন ৫৮ রানে৷ অজন্তা মেন্ডিসের বলে ধরা খান বিজয়৷ এছাড়া ২৯ রান নিয়ে মেন্ডিসের শিকার হন ভিভিএস লক্ষ্মণও৷

কলম্বো টেস্টের তৃতীয় দিন প্রথম ইনিংসে ভারতের সংগ্রহ ৩৮২ রান৷ উইকেট পড়েছে চারটি৷ ফলো-অন এড়াতে আরো ৬০ রানের লক্ষ্য ভারতের৷ এর আগে চার উইকেটে ৬৪২ রানে ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা৷ কুমার সাঙ্গাকারার ২১৯, মাহেলা জয়াবর্ধনের ১৭৪ আর থারাঙ্গা পারানাভিতানার ১০০ রানের তালিকা চোখে পড়ার মতো৷ এছাড়া স্বাগতিকদের খাতায় রয়েছে অপরাজিত সামারাভিরার ৭৬ এবং দিলশানের ৫৪ রান৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: ফাহমিদা সুলতানা