1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শব্দ মেনে নিন!

১৫ মার্চ ২০১৪

নতুন ফর্মুলা ওয়ান গাড়িগুলোর ইঞ্জিনে যে শব্দের অভিযোগ উঠেছে, তা মেনে নেয়ার জন্য ভক্তদের অনুরোধ জানিয়েছেন বিভিন্ন ‘টিম'-এর নেতারা৷ ভক্তদের অভিযোগ, নিঃশব্দ গাড়িগুলো ভ্যাকুয়াম ক্লিনারের মতো শব্দ করছে৷

https://p.dw.com/p/1BPyT
Formel 1 Teams Saison 2014
ছবি: Getty Images

ফর্মুলা ওয়ানের গাড়িগুলোতে আগে ব্যবহার করা হতো ইয়ার-স্প্লিটিং ভিএইটএস৷ কিন্তু আজকাল তার জায়গায় এসেছে টার্বো-চার্জিত হাইব্রিড ইঞ্জিন৷ এর ফলে বছরের শুরুতেই ফর্মুলা ওয়ানের অনুশীলন সেশনগুলোতে এই শব্দ জানান দিচ্ছে প্রতিযোগিতা শুরুর৷

কারো কারো কাছে এই শব্দ সেলাই মেশিনের চাকার আওয়াজের মতো শ্রুতিমধুর মনে হলেও বেশিরভাগ এফ১ ভক্তই কিন্তু বলছেন, এই শব্দ কানে এলে মনে হয় ২২টা ভ্যাকুয়াম ক্লিনারের মধ্যে প্রতিযোগিতা চলছে৷ এটা কীভাবে ফর্মুলা ওয়ানের নিঃশব্দ গাড়ি হয়? – স্বাভাবিকভাবেই অবাক হয়েছেন তাঁরা৷

রবিবার শুরু হচ্ছে অস্ট্রেলিয়ান গ্র্যঁ প্রিঁ৷ প্রতিযোগিতার প্রথম দিন থেকেই নতুন ইঞ্জিন সম্বলিত গাড়িগুলো চলবে৷ তবে বর্তমান সমস্যা নিয়ে মোটেও চিন্তিত নন এফ১-এর বিভিন্ন টিমের কর্মকর্তারা৷ উইলিয়াম্স টিমের উপ-প্রধান ক্লেয়ার উইলিয়াম্স সাংবাদিকদের বলেন, দর্শকরা খুব সহজেই ফর্মুলা ওয়ানের গাড়িগুলোর শব্দের সাথে নিজেদের মানিয়ে নেয়৷ কেননা গত দশ বছরে ইঞ্জিনগুলোতে অনেক পরিবর্তন আনা হয়েছে এবং দর্শকদের মনেই নেই যে আগের গাড়িগুলো কেমন শব্দ করত৷ তাঁর কথায়, ‘‘আমি মনে করি রবিবার খুব ভালো একটা প্রতিযোগিতা দেখার অপেক্ষায় আছেন দর্শকরা এবং প্রতিযোগিতার উত্তেজনায় শব্দের কথা কারো খেয়াল হবে না৷''

মার্সেডিজ-এর নির্বাহী পরিচালক টোটো ভুল্ফ বলেছেন, ‘‘এটি একটি আধুনিক প্রযুক্তি, এই প্রযুক্তিতেই বর্তমানে অন্যান্য গাড়িও চলে৷'' তাই তিনি আহ্বান জানিয়েছেন, সবাই যাতে মেনে নেয় যে ফর্মুলা ওয়ান পরিবর্তিত হয়েছে৷ পুরোনোগুলোর তুলনায় নতুন এই গাড়িগুলোর গতি অনেক বেশি হবে বলে দাবিও করেন তিনি৷ তাঁর কথায়, এই শব্দের সঙ্গে যদি সবাই একবার অভ্যস্ত হয়ে যায়, তাহলে পরবর্তী বছর দেখা যাবে ফর্মুলা ওয়ানের এই পরিবর্তন কারো চোখেই পড়ছে না৷

এপিবি/ডিজি (এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য