1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শহীদ দিবসে আমাদের বিশেষ আলোচনা

২১ ফেব্রুয়ারি ২০১১

আজ ২১শে ফেব্রুয়ারি৷ ১৯৫২ সালের এই সময়ে মাতৃভাষা বাংলার দাবি জানাতে গিয়ে পুলিশের গুলিতে প্রাণ দিয়েছিলেন সালাম, রফিক, বরকত, জব্বার ও অন্যান্যরা৷ তাঁদের স্মরণ করতেই এই বিশেষ দিন৷

https://p.dw.com/p/10L6o
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ডয়চে ভেলেতে মারুফ আহমেদের বিশেষ প্রদর্শনী আয়োজিত হয়ছবি: DW

এই বিশেষ দিনটিই আজকের শহীদ দিবস৷ বায়ান্ন'র ঐতিহাসিক ভাষা আন্দোলন বাঙালির মুক্তি সংগ্রামে, ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে এক নতুন অধ্যায়ের সূচনা করে৷ এ ছিল পাকিস্তানের ধর্মভিত্তিক রাজনীতির বিরুদ্ধে বাঙালিদের ধর্মনিরপেক্ষ সংগ্রাম৷ পাকিস্তানের তৎকালীন পূর্বাংশে বাঙালিদের আবহমান ঐতিহ্য, সংস্কৃতি, হাজার বছরের ইতিহাস ও আত্মপরিচয়ের ওপর আঘাত হানতে শাসক গোষ্ঠী প্রথমে বাংলা ভাষার ওপরই আঘাত করে৷ ইতোমধ্যে এই ভাষা আন্তর্জাতিকভাবে স্বীকৃত৷ ২১শে ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত৷

Bonn International Mother Language Day Flash-Galerie
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ডয়চে ভেলের বিশেষ আলোচনায় অংশ নেন ইঙ্গো রিট্স (বামে), এডা কির্লাইস, থমাস ব্যার্থলাইন, মসুদ মান্নান, আব্দুল্লাহ আল-ফারূকছবি: DW

অমর একুশে উপলক্ষ্যে আমাদের বিশেষ রেডিও আলোচনায় যোগ দেন বার্লিনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রদূত মান্যবর মসুদ মান্নান, জার্মান প্রটেস্ট্যান্ট চার্চের উন্নয়ন সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট এডা কির্লাইস এবং সহকর্মী সঞ্জীব বর্মন৷