1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শাড়ি পরে কানে বালান

১৪ মে ২০১৩

বুধবার থেকে শুরু হচ্ছে কান চলচ্চিত্র উৎসব৷ চলবে ২৬ তারিখ পর্যন্ত৷ ভারতীয় সিনেমার ১০০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এবারের কান উৎসবের ‘বিশেষ অতিথি দেশ’ হচ্ছে ভারত৷

https://p.dw.com/p/18XEA
Indian Bollywood actress Vidya Balan gestures as she addresses a promotional press conference for her forthcoming Hindi movie 'Dirty Picture' in Bangalore on November 25, 2011. In the film, Balan portrays the late Silk Smitha, the South Indian siren of South Indian movies. AFP PHOTO/Manjunath KIRAN (Photo credit should read Manjunath Kiran/AFP/Getty Images)
ছবি: Getty Images

এবার ঐ উৎসবে জুরি হিসেবে থাকছেন ভারতের দু'জন৷ একজন বিদ্যা বালান৷ অন্যজন নন্দিতা দাস৷ এর মধ্যে বিদ্যা বালান থাকবেন মূল জুরি বোর্ডে৷ আর নন্দিতা দাস ‘সিনে ফাউন্ডেশন' জুরি হিসেবে৷ সিনে ফাউন্ডেশন হচ্ছে কান উৎসবের এক বিশেষ অংশ, যার মাধ্যমে চলচ্চিত্র নির্মাণ শিক্ষাকে উৎসাহিত করা হয়৷ এর জুরিরা সারা বিশ্বের চলচ্চিত্র স্কুলগুলোর শিক্ষার্থীদের তৈরি স্বল্প ও মধ্য দৈর্ঘ্যের ছবির মধ্য থেকে সেরা তিনটি ছবিকে বেছে নেন৷

***Achtung: Nur zur Berichterstattung über diesen Film verwenden!*** Indian Bollywood personalities Tushar Kapoor, director Milan Luthria, actress Vidya Balan and producer Ekta Kapoor pose during the DVD release event for the Hindi film "The Dirty Picture" in Mumbai on January 30, 2012. AFP PHOTO/STR (Photo credit should read STRDEL/AFP/Getty Images)
ডার্টি পিকচার ছবির পোস্টারে বিদ্যা বালানছবি: ALT Entertainment/Balaji Motion Pictures

উৎসবে যোগ দেয়ার প্রাক্কালে বিদ্যা বালান বার্তা সংস্থা এএফপিকে বলেন যে, তিনি শাড়ি পরেই রেড কার্পেটে হাঁটবেন৷

কিন্তু মিডিয়ায় আলোচিত হতে রেড কার্পেটে তো সবাই নিজেকে আকর্ষণীয় করে দেখাতে চায়৷ এ জন্য কী তিনি কোনো চাপ অনুভব করছেন না? এএফপির এমন প্রশ্নের জবাবে বিদ্যা বালানের উত্তর, ‘‘জুরি হিসেবে যদি ভারতের কোনো পুরুষ অভিনেতা সেখানে যেতেন তাহলে কী তাঁকেও এমন প্রশ্ন করা হতো? আজকের এই নারী-পুরুষের সমানাধিকারের যুগে বিষয়টা নিয়ে চিন্তা করা প্রয়োজন৷''

ভারতীয় সিনেমার ১০০ বছর উপলক্ষ্যে কান-এ এবার সদ্য মুক্তি পাওয়া চারটি শর্ট ফিল্মের সংকলন ‘বম্বে টকিজ' দেখানো হবে৷ করণ জোহর, জয়া আখতার, দিবাকর ব্যানার্জি ও অনুরাগ কাশ্যপ ফিল্ম চারটি পরিচালনা করেছেন৷

এছাড়া অমিত কুমারের ‘মনসুন শ্যুটআউট', রিতেশ বাত্রার ‘লাঞ্চ বক্স', অনুরাগ কাশ্যপ-এর ‘আগলি' এবং মানজিত সিং-এর ‘চেনু' দেখানো হবে৷

কলকাতার মেয়ে শ্রীময়ী ভট্টাচার্যের প্রথম ছবি ‘শ্যাডোজ'-ও নির্বাচিত হয়েছে কান উৎসবের স্বল্পদৈর্ঘ্যের কাহিনিচিত্র বিভাগে৷

জেডএইচ/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য