1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শান্তিরক্ষীরাই যৌন নিপীড়ক!

৪ মার্চ ২০১৬

শান্তিরক্ষীদের বিরুদ্ধে বেড়ে চলা যৌন হয়রানির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ৷ এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করছে জাতিসংঘ৷ প্রতিবেদনে বলা হয়েছে, ‘‘শান্তিরক্ষীদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ বাড়ছে, যা খুবই উদ্বেগজনক৷''

https://p.dw.com/p/1I78Z
Zentralafrikanische Republik Blauhelmsoldat
ছবি: Getty Images/AFP/I. Sanogo

বিভিন্ন দেশে শান্তি মিশনে দায়িত্বরতদের বিরুদ্ধে নারী ও শিশু নিপীড়নের অভিযোগ উঠলে দ্রুত তদন্ত এবং অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের প্রতি ‘জিরো টলারেন্স' দেখানোর কথা বললেও কার্যত স্বাভাবিক প্রয়োজনীয় ব্যবস্থাও নেয়নি জাতিসংঘ৷ গত ডিসেম্বরে প্রকাশিত একটি স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনের উপসংহারে এমন কথাই বলা হয়েছে৷

এর আগে শান্তিরক্ষীদের বিরুদ্ধে ব্যাপক নারী ও শিশু নিপীড়নের অভিযোগ জাতিসংঘকে বিব্রত করলেও অভিযুক্তদের বিরুদ্ধে খুব কঠোর পদক্ষেপ গ্রহণে উদ্যোগী করতে পারেনি৷

শান্তিরক্ষীদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আগেও উঠেছে৷ ২০১৩ সালে ছিল ৬৬টি অভিযোগ, ২০১৪ সালে তা কমে ৫২ হয়েছিল, তবে ২০১৫ সালে অভিযোগের সংখ্যা আবার বেড়েছে৷ মোট ৬৯টি অভিযোগ উঠেছে ২০১৫ সালে৷

২১টি দেশের সেনা এবং পুলিশ সদস্যদের বিরুদ্ধে উঠেছে যৌন হয়রানির অভিযোগ৷ সবচেয়ে বেশি সাতটি অভিযোগ উঠেছে ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ কঙ্গোর শান্তিরক্ষীদের বিরুদ্ধে৷ দ্বিতীয় স্থানে রয়েছে মরক্কো আর দক্ষিণ আফ্রিকার শান্তিরক্ষীরা৷ তাদের বিরুদ্ধে রয়েছে চারটি করে অভিযোগ৷

জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, মূলত আফ্রিকার দেশ ক্যামেরুন, কঙ্গো, তানজানিয়া, বেনিন, বুরকিনা ফ্রাসো, বুরুন্ডি, গ্যাবন, নাইজার, নাইজেরিয়া আর টোগোর শান্তিরক্ষীরাই বেশি যৌন নিপীড়নের ঘটনায় জড়িয়েছে৷ রুয়ান্ডা, ঘানা, মাদাগাস্কার আর সেনেগালের পুলিশের বিরুদ্ধেও আছে এমন অভিযোগ৷ এছাড়া ক্যানাডা, জার্মানি, মলদোভা আর স্লোভাকিয়ার গুটিকয় শান্তিরক্ষীও সংকটাপন্ন দেশে শান্তি ফেরানোর দায়িত্ব পালন করতে গিয়ে নারী ও শিশুদের যৌন লালসার শিকার করেছেন৷

অথচ জাতিসংঘের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযুক্তদের বিরুদ্ধে নজরে পড়ার মতো ব্যবস্থা নেয়নি৷ ২০১৫ সালের একজন অভিযুক্তের বিরুদ্ধেও ফৌজদারি মামলা হয়নি৷ শুধু হাইতিতে ক্যানাডার এক পুলিশ কর্মকর্তাকে নয় দিনের জন্য বরখাস্ত করা হয়৷

কঠোর ব্যবস্থা না নেয়ার জন্য অবশ্য শান্তিরক্ষীদের দেশগুলোকেই দায়ী মনে করে জাতিসংঘ৷ জাতিসংঘের নিয়ম অনুযায়ী, শান্তিমিশনে কর্মরত শান্তিরক্ষীরা কোনো অন্যায় করলে তাদের দেশকেই শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে৷

২০১৫ সালে ৬৯টি যৌন হয়রানির অভিযোগ প্রকাশ পেলেও অভিযোগের প্রকৃত সংখ্যা অনেক বেশি বলেই ধারণা করা হচ্ছে৷ জানা গেছে ৬৯টি যৌন হয়রানির ঘটনার মধ্যে ২২টি ঘটেছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে আর ১৬টি ঘটেছে কঙ্গোতে৷

জাতিসংঘ শান্তি মিশনের শান্তিরক্ষীদের নারী ও শিশু নিপীড়ন সম্পর্কে আরো বিস্তারিত তথ্য শুক্রবারই প্রকাশ করছে জাতিসংঘ৷ জাতিসংঘের মহাসচিব বান কি মুনই প্রতিবেদনটি প্রকাশ করবেন৷

এসিবি/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য