1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শালকের কাছে হেরে জার্মান কাপ থেকে বায়ার্নের বিদায়

৩ মার্চ ২০১১

সেমি-ফাইনালে শালকের কাছে ১-০ গোলে হেরে জার্মান কাপ থেকে বায়ার্ন মিউনিখকে বিদায় নিতে হল৷ ফলে বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে ২১ মে’র ফাইনালে ডুইসবুর্গকে লড়তে হবে শালকের বিরুদ্ধে৷

https://p.dw.com/p/10SlB
ছবি: picture-alliance/dpa

প্রথমার্ধেই স্প্যানিশ তারকা রাউলের গোলে এগিয়ে খেলা নিজেদের দখলে নিয়ে নেয় শালকে৷ এরপর নিজেদের গোল পোস্ট অঞ্চলকে একেবারে সুরক্ষিত করে ঢেলে সাজান কোচ ফেলিক্স মাগাথ৷ তাই গোল শোধ করার আর কোন সুযোগই পায়নি কোচ লুই ফান গালের ছেলেরা৷ ফলে শেষ পর্যন্ত জার্মান কাপও হাতছাড়া হলো বায়ার্ন মিউনিখের৷

ওদিকে জার্মান ফুটবল লিগ বুন্ডেসলিগার দৌড়েও বেশ পিছিয়ে পড়েছে বায়ার্ন৷ এ সপ্তাহের শুরুতে নিজেদের মাঠে বোরুসিয়া ডর্টমুন্ডের কাছে ৩-১ গোলে হেরে শীর্ষ অবস্থান থেকে ১৬ পয়েন্ট পিছনে বায়ার্ন৷ বুন্ডেসলিগার খেলা বাকি আছে আর মাত্র ১০ টি৷ ফলে চলতি মৌসুমে বুন্ডেসলিগার শিরোপা জয়ের স্বপ্নও শেষ৷ এ অবস্থায় কোচ ফান গালের বিদায়ের ঘণ্টাও হয়তো বেজে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে৷ কারণ শালকের বিরুদ্ধে হারের পর মাঠেই শোর উঠেছে, ‘ফান গাল, বিদায় হও'৷

এদিকে, ২০০৭ সালে বায়ার্ন মিউনিখের কোচের পদ হারানোর পর এবার অনেকটা যেন প্রতিশোধ নিলেন মাগাথ৷ ফলে নিজেরই সাবেক দলের বিরুদ্ধে তাঁর বর্তমান দলের সাফল্য আরো বেশি তাৎপর্যপূর্ণ মাগাথের কাছে৷ অবশ্য মাত্র এক গোলে জয়ে খুব সন্তুষ্ট হতে পারেননি তিনি৷ তাই শেষে আফসোস করলেন, ‘‘যদি আরেকটি গোল করতে পারতাম আমরা৷'' তবে ফাইনালে সেই তুষ্টি অর্জনের প্রতীক্ষায় এখন মাগাথ৷ বললেন, ‘‘বার্লিনের ফাইনাল আসলে বিশেষভাবে গুরুত্বপূর্ণ৷ আর আমি খুশি যে আমরা সেদিকেই ছুটছি এখন৷''

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক