1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শালকের বিরুদ্ধে ৩-১ গোলে জয় ডর্টমুন্ডের

২০ সেপ্টেম্বর ২০১০

জার্মান ফুটবল লিগে সপ্তাহান্তের নায়ক জাপানি মধ্য মাঠের খেলোয়াড় শিঞ্জি কাগাওয়া৷ কাগাওয়ার দুই গোলই শালকের বিরুদ্ধে ৩-১ গোলে জয় এনে দিল ডর্টমুন্ডকে৷ ফলে ৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে গেছে বরুসিয়া ডর্টমুন্ড৷

https://p.dw.com/p/PGFy
Football, Bundesliga, St. Pauli, Hamburger, হামবুর্গ, সেইন্ট পাওলি, খেলোয়াড়, বলযুদ্ধ
হামবুর্গ এবং সেইন্ট পাওলি’র খেলোয়াড়দের মধ্যে বল নিয়ে যুদ্ধছবি: dapd

রবিবারেও হেরে টানা চার ম্যাচেই পরাজয়ের গ্লানি সহ্য করতে হচ্ছে শালকে'র তারকাদের৷ ফলে চারটি ম্যাচের পরও ঝুলির পয়েন্ট শূন্য৷ আর তালিকায় অবস্থান সবচেয়ে নিচে৷ তদুপরি ডর্টমুন্ডের বিরুদ্ধে বেশ অনেকটা সময় শালকেকে লড়তে হলো দশজন খেলোয়াড় নিয়ে৷ ৬১ মিনিটে লাল কার্ড খেয়ে মাঠ ছাড়তে হয় ফরাসি ডিফেন্ডার নিকোলা প্লেস্টানকে৷ তবে রবিবার শালকের পক্ষে একমাত্র সান্ত্বনা গোলটি দেন ক্লাস ইয়ান হুন্টেলার একেবারে শেষ মুহূর্তে৷ ডর্টমুন্ডের পক্ষে প্রথম গোলটি আসে কাগাওয়ার পা থেকে ২০ মিনিটে৷ ৫৮ মিনিটে দ্বিতীয় গোলটিও করেন কাগাওয়া৷ ব্যবধান আরো বাড়ান পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভান্ডোভস্কি ৮৬ মিনিটে গোল করে৷

রবিবার বায়ার লেভারকুজেন গোলবিহীন ড্র করল ন্যুরেমব্যার্গ এর সাথে৷ এদিকে, খেলা শুরুর মাত্র ১৩ মিনিট পরেই ইনজুরি নিয়ে মাঠ ছাড়তে হয় জার্মান স্ট্রাইকার স্টেফান কিসলিং'কে৷ চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে৷ আশঙ্কা করা হচ্ছে, বেশ দীর্ঘ সময় লাগতে পারে তাঁর সুস্থ হতে৷ স্বয়ং বায়ার প্রেসিডেন্ট ভোল্ফগাঙ হোল্সহয়জার জানালেন এমন আশঙ্কার কথা৷ এছাড়া ইনজুরি নিয়ে বেশ বিপদে আছেন লেভারকুজেনের আরো দুই তারকা - প্যাট্রিক হেলমেজ এবং মিশায়েল বালাক৷

দিনের অপর খেলায়, হামবুর্গ এবং সেইন্ট পাওলি করেছে ১-১ গোলে ড্র৷ ৭৭ মিনিটের আগে গোলের দেখা পায়নি কোন পক্ষই৷ অবশেষ প্রথম গোলটি করেন সেইন্ট পাউলি'র মধ্যমাঠের খেলোয়াড় ফাবিয়ান বোল৷ সেটি শোধ করেন বদলি খেলোয়াড় ম্লাডেন পেট্রিক ৮৮ মিনিটে৷ ফলে ৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে হামবুর্গ এবং মাত্র চার পয়েন্ট নিয়ে দশম স্থানে সেইন্ট পাউলি৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: জাহিদুল হক