1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শাস্তি দেয়ার পর সাফল্য কামনা

৯ মার্চ ২০১৪

মেয়েদের ২০০ মিটার দৌড়ে দুবারের অলিম্পিক সোনাজয়ী ভেরোনিকা ক্যাম্পবেল-ব্রাউন আবার ট্র্যাকে ফেরার সুযোগ পেয়েছেন৷ নিষেধাজ্ঞা তুলে নিয়ে তাঁর সাফল্য কামনা করেছে আইএএএফ৷

https://p.dw.com/p/1BM8v
Veronica Campbell-Brown
ভেরোনিকা ক্যাম্পবেল-ব্রাউনছবি: F.Fife/AFP/GettyImages

শুক্রবার থেকে পোল্যান্ডে শুরু হয়েছে ওয়ার্ল্ড ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ৷ জ্যামাইকার ভেরোনিকা ক্যাম্পবেল-ব্রাউন হয়ত ধরে নিয়েছিলেন এ আসরেও তাঁর অংশ গ্রহণ করা হবে না৷ কিন্তু নিষিদ্ধ ড্রাগ নেয়ার অভিযোগে তাঁর ওপর আরোপ করা নিষেধাজ্ঞা অবশেষে প্রত্যাহার করা হয়েছে৷ ফলে গত বছরের মে মাসের পর আবার ট্র্যাকে ফিরছেন ভেরোনিকা৷ পোল্যান্ডের সোপট নগরীতে তাই আবার ২০০ মিটারের সোনা জয়ের আশা নিয়ে দৌড়াবেন তিনি৷

গত বছর নিষিদ্ধ হাইড্রোক্লোরোথিয়াজাইড সেবনের অভিযোগে ভেরোনিকাকে অ্যাথলেটিক্সে নিষিদ্ধ ঘোষণা করে আইএএএফ৷ অ্যাথলেটিক্সের সর্বোচ্চ সংস্থার এ নিষেধাজ্ঞা অনুযায়ী তারপর থেকে আর জ্যামাইকার স্প্রিন্টকুইন কোনো প্রতিযোগিতায় অংশ নেননি৷ তবে নিষেধাজ্ঞার বিরুদ্ধে লড়াইটা চলছিল৷ আপিল করেছিলেন আইএএএফ-এর সিদ্ধান্তের বিরুদ্ধে৷ তাতে কাজও হয়েছে৷ কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএএস)-এর মধ্যস্থতায় নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছেন ভেরোনিকা৷

আইএএএফ জ্যামাইকান অ্যাথলিটের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছে৷ আইএএএফ-এর প্রেসিডেন্ট লামিন ডিয়াক ভেরোনিকা ক্যাম্পবেল-ব্রাউনকে অভিনন্দন জানাতে গিয়ে বলেছেন, ‘‘ও টেস্টে পজিটিভ হয়েছিল৷ কিন্তু (শাস্তির) সিদ্ধান্তটা নিয়ে সে সন্তুষ্ট হতে পারেনি৷ ফলে আপিল করেছে এবং সিএএস তাঁর সঙ্গে একমত হয়ে তাঁকে আবার প্রতিযোগিতায় অংশ গ্রহণের অনুমতি দিয়েছে৷ আমি তাঁর সাফল্য কামনা করছি৷ ''

ক্যারিয়ার থেকে প্রায় নয়টি মাস ঝরে যাওয়ায় ভেরোনিকা হতাশ৷ তবে পোল্যান্ডের অনুষ্ঠানরত ইনডোর বিশ্ব চ্যাম্পিয়নশিপেই সেই হতাশা ভুলতে চান তিনি৷ দেখা যাক, মোট সাতটি অলিম্পিক পদক জেতা ভেরোনিকা ক্যাম্পবেল-ব্রাউন ট্র্যাকে ফিরেই সাফল্যের ধারায় ফিরতে পারেন কিনা৷

এসিবি/এসবি (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য