1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শাস্তি পেল নাইজেরিয়ার সুপার ঈগল্সরা

১ জুলাই ২০১০

বিশ্বকাপে একটি ম্যাচও না জিতে বিদায় নেওয়ায় এখন শাস্তির মুখোমুখি নাইজেরিয়ার ফুটবল৷ আগামী দুই বছর কোন আন্তর্জাতিক ম্যাচ খেলবে না সুপার ইগল্সরা৷

https://p.dw.com/p/O8Pw
আগামী দুই বছর কোন আন্তর্জাতিক ম্যাচে তাদের দেখা যাবে নাছবি: AP

অন্যদিকে সংসদীয় কমিটির সামনে জবাবদিহিতা করতে হল ফরাসি কোচ রেমঁ দমেনেককে৷

বিশ্বকাপে গ্রুপ এ-তে নাইজেরিয়ার সঙ্গে ছিল আর্জেন্টিনা, গ্রিস ও দক্ষিণ কোরিয়া৷ দুই ম্যাচে হার ও একটি ড্র৷ এভাবে প্রায় খালি হাতেই ফেরত এসেছে তারা৷ একরাশ হতাশা নিয়ে দেশে ফেরার পর এখন খেলোয়াড়দের ওপর নেমেছে সরকারি খড়্গ৷ সরকার জানিয়ে দিয়েছে, আগামী দুই বছর আন্তর্জাতিক ফুটবল থেকে বিরত থাকবে নাইজেরিয়া৷ ফলে অনুর্ধ্ব ২০ ও অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপে খেলছে না নাইজেরিয়ার প্রমিলা ফুটবল দল৷

Nigeria Jonathan Goodluck
বিশ্বকাপে নাইজেরিয়ার পারফর্মেন্সে ক্ষুব্ধ প্রেসিডেন্ট গুডলাক জনথানছবি: AP

এছাড়া আগামী সেপ্টেম্বরে আফ্রিকা নেশন্স কাপের বাছাই পর্বেও খেলা হবে না জাতীয় দলের৷ শুধু খেলোয়াড়দের ওপর নয়, নাইজেরিয়া ফুটবল ফেডারেশনকেও একহাত নিয়েছে সরকার৷ সংগঠনের নির্বাহী কমিটি ভেঙে দেওয়া হয়েছে৷

সরকারি টাস্কফোর্সের চেয়ারম্যান রোটমি আমায়েচি জানিয়েছেন, বিশ্বকাপের জন্য যে বিপুল অর্থ ব্যয় হয়েছে তা যথাযথভাবে কাজে না লাগনোর জন্য এই শাস্তিমূলক ব্যবস্থা৷ নিষেধাজ্ঞার এই দুই বছরে ব্যয় করা অর্থের হিসাব খতিয়ে দেখা হবে এবং ফুটবল ফেডারেশনের কাঠামো পুনর্গঠন করা হবে৷ তবে এনএফএফ এর এক কর্মকর্তা জানিয়েছেন যে, ফেডারেশনের ওপর সরকারি হস্তক্ষেপ অব্যাহত রাখার উদ্দেশ্যে সরকার এই পদক্ষেপ নিয়েছে৷ আর কয়েকদিন পরেই ফুটবল ফেডারেশনের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা৷

Fußball WM 2010 Frankreich Nicolas Anelka Raymond Domenech
রেহাই পাবে না ফ্রান্সওছবি: picture alliance / dpa

অন্যদিকে নাইজেরিয়ার মত ফ্রান্সও বিশ্বকাপে এবার কোন ম্যাচ না জিতে বিদায় নিয়েছে৷ এর জন্য বুধবার সংসদীয় কমিটির সামনে হাজির হন জাতীয় দলের কোচ রেমঁ দমেনেক এবং ফরাসি ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট জঁ পিয়ের এসকালেত৷ তাদের জবাবদিহি করতে হয় ফরাসি ফুটবল দলের এমন বাজে পারফরমেন্সের কারণ নিয়ে৷

ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার নিয়ম অনুযায়ী কোন ফুটবল ফেডারেশনের কার্যক্রমের ওপর সরকার হস্তক্ষেপ করতে পারবে না৷ যদি করে তো সেদেশকে ফিফা থেকে বহিষ্কারের মুখোমুখি হতে হবে৷ বৃহস্পতিবার ফিফার মুখপাত্র নিকোলা মাইনগট জানিয়েছেন, তাঁরা নাইজেরিয়ার সরকারের সিদ্ধান্ত খতিয়ে দেখছেন৷ একইসঙ্গে ফ্রান্সের ওপরও তাঁরা নজর রাখছেন৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক