1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শাহরুখকে নিয়ে বাংলাদেশে তথ্যচিত্র

২৯ নভেম্বর ২০১০

আগামী ৯ ডিসেম্বর ঢাকায় আসছেন শাহরুখ খান৷ এরপরের দিন তার লাইভ অনুষ্ঠান৷ এ উপলক্ষ্যে ঢাকায় বেশ সাড়া পড়েছে বলেই খবর৷ বলিউডের বাদশাহকে নিয়ে প্রথমবারের মতো বাংলাদেশে তৈরি হলো একটি তথ্যচিত্র৷

https://p.dw.com/p/QKz7
শাহরুখ খানছবি: AP

বলিউড বাদশাহ শাহরুখ খান ১০ ডিসেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে টানা ৩ ঘণ্টা পারফর্ম করবেন৷ তাঁর সঙ্গে থাকবেন রানি মুখার্জি, ইশা কোপিকার, শেফালি জরিওয়ালা, অভিনেতা অর্জুন রামপাল, নৃত্য পরিচালক গণেশ হেজ, সংগীত শিল্পী নিরাজ শ্রীধরসহ ৪৮ সদস্যের নৃত্যদল৷ শাহরুখ খান ঢাকায় আসবেন চার্টার্ড বিমানে৷

আর্মি স্টেডিয়ামের ওই জমকালো আসরটি সরাসরি সম্প্রচার করবে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল৷ এই অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি অনেকটাই চূড়ান্ত৷ আয়োজকরা জানিয়েছেন, অনুষ্ঠানস্থলে থাকবে বিশাল এলসিডি প্রজেক্টর, যাতে দর্শকেরা অনুষ্ঠানটি উপভোগ করতে পারেন৷ থাকছে কিং খানের সঙ্গে ফটোসেশনও৷

'কিং খান লাইভ ইন ঢাকা' অনুষ্ঠানের জন্য টিকিট বিক্রি হচ্ছেও বেশ৷ টিকিটের দাম ধরা হয়েছে ২৫ হাজার, ১০ হাজার, ৫ হাজার এবং ৩ হাজার টাকা৷

শাহরুখ খানকে নিয়ে প্রথমবারের মতো বাংলাদেশে লাইভ অনুষ্ঠানের আগে তাঁর জীবন নির্ভর তথ্যচিত্রটি নির্মাণ করেছেন পলাশ মাহবুব৷ তথ্যচিত্রটিতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের তিন শিল্পী-মাজহারুল ইসলাম, ইসমত তোহা ও শারমিন লাকী৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক