1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শাহরুখের মন্তব্য শিবসেনার প্রতিবাদ ঘিরে বিতর্ক বাড়ছে

৫ ফেব্রুয়ারি ২০১০

বেকায়দায় দুটোই৷ একদিকে বলিউড, অন্যদিকে ক্রিকেট৷ ভারতীয় তারকা শাহরুখের ওপর ক্ষিপ্ত ধর্মীয় মৌলবাদী দল শিবসেনা৷ তাঁর নতুন ছবি ‘মাই নেম ইজ খান’-এর পোস্টার পুড়ছে৷

https://p.dw.com/p/LtBJ
কোলকাটা নাইট রাইডার্সের গৌরবের দিনে৷ একদিকে সৌরভ, অন্যদিকে আক্রমের সঙ্গে কিং খানছবি: UNI

আইপিএলে শাহরুখের দল কোলকাটা নাইট রাইডার্সের যাত্রার শুরুতেই তিনি পাকিস্তানি ক্রিকেটারদের দলে টেনেছিলেন৷ তারপর আইপিএল তার নিজের মতই এগিয়েছে বটে, কিন্তু গত ২৬-১১-২০০৮ তারিখে মুম্বই শহরে জঙ্গি হামলার পর আইপিএলেও ভারত পাকিস্তান রাজনীতির ছায়া পড়েছে৷ জানুয়ারির শেষদিকে আইপিএলের নতুন দল নির্বাচনের সময় দেখা গেছে পাকিস্তানি ক্রিকেটারদের দিকে কেউই তাকাচ্ছে না৷ তাঁদের জন্য কোনরকম বিডিং হয়ই নি৷

এর মূলে যে রাজনৈতিক চাল সেদিকেই কটাক্ষ করে শাহরুখ খান বলে বসেছেন, এসব মোটেও ভালো লক্ষণ নয়৷ খেলার মধ্যে কেনই বা রাজনীতি ছাপ ফেলবে? ব্যস আগুনে ঘৃতাহুতি বা বারুদে আগুন লাগানোর কাজ করে দিয়েছে বলিউডের সুপারস্টারের এই একটি মন্তব্যই৷ খেপে উঠেছে হিন্দুত্ববাদী দল শিবসেনা৷ তাদের বক্তব্য, এতই যদি পাকিস্তানের জন্য দরদ হয়, তাহলে শাহরুখ কেন পাকিস্তানে চলে যাচ্ছেন না৷

Sharukh Khan und Kajol
মাই নেম এজ খান ছবির প্রচারে শাহরুখ, কাজোল এবং করণছবি: UNI

এখানেই থেমে থাকে নি শিবসেনা৷ শাহরুখের বিরুদ্ধে প্রাচারে নেমে রাস্তায় তাঁর আসন্ন ছবি ‘মাই নেম ইজ খান'-এর পোস্টারে অগ্নিসংযোগ, এই ছবি মুক্তি দেওয়া হবে না বলে ফতোয়া ইত্যাদিও জারি করা হয়ে গেছে ওই হিন্দুত্ববাদী দলটির৷ ফলে এখন শুরু হয়েছে চাপানউতোর আর বিবৃতি পাল্টা বিবৃতির খেলা৷

পাকিস্তানি ক্রিকেটারদের নিয়ে শাহরুখের করা মন্তব্যটি এবার ফিরিয়ে নিতে দাবি জানিয়েছেন শিবসেনার টপ নেতাদের একজন উদ্ধব ঠাকরে৷ উদ্ধবের কথায়, মন্তব্য ফিরিয়ে না নিলে যে পরিণতি হবে তার দায়িত্ব তিনি নিতে পারবেন না৷ অন্যদিকে নিজের মন্তব্যে অবিচল শাহরুখ বলেছেন, মন্তব্য ফিরিয়ে নেওয়ার কোন প্রশ্নই নেই৷ আশৈশব নিজের বাবা মার কাছে তিনি যে শিক্ষা পেয়ে এসেছেন, সেই ভারত পাকিস্তান সৌভ্রাতৃত্বের শিক্ষা তিনি কখনও ভুলবেন না এবং তার মর্যাদা দিতে সর্বদা প্রস্তুত থাকবেন৷

প্রতিবেদন-সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা - জাহিদুল হক