1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শাহরুখ চললেন বিশ্বকাপ দেখতে

৯ জুন ২০১০

সবজায়গার মত ভারতের সিনেমা জগত বলিউডেও এসে লেগেছে বিশ্বকাপ ফুটবলের ঢেউ৷ কাজ থেকে ছুটি নেওয়ার এটাই মোক্ষম সময়৷ বলিউড কিং শাহরুখ খান সহ আরও অনেকে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ ফুটবল দেখতে৷

https://p.dw.com/p/Nm2T
শুধু ক্রিকেট নয়, ফুটবল নিয়েও পাগল শাহরুখছবি: UNI

এর আগে আরেক বলিউড তারকা বিপাশা বসুও জানিয়েছিলেন, এবারের বিশ্বকাপ দেখতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন তিনি৷ এবার টুইটারে একই বার্তা জানালেন শাহরুখ খান৷ দুই সন্তান – আরিয়ন এবং সুহানাকে নিয়ে তিনি যাচ্ছেন দক্ষিণ আফ্রিকা৷ বরাবরই পরিবারকে সঙ্গে নিয়ে ফুটবল উপভোগ করেন তিনি৷ বিশ্বকাপের স্মৃতিচারণ করে এই বলিউড তারকা লিখেছেন, কীভাবে তিনি একসময় তাঁর মাকে সঙ্গে নিয়ে বিশ্বকাপ ফুটবল উপভোগ করতেন৷ শাহরুখ বলেন, সেসময়ে ভারতে কেবল রাষ্ট্রীয় কেন্দ্র ‘দূরদর্শন' বিশ্বকাপের খেলা দেখাতো এবং আমি আমার মা'র সঙ্গে বসে খেলা দেখতাম৷ সারা রাত ধরে আমরা রুডি ফ্যোলার, সক্রেটিস, মারাদোনার খেলা দেখতাম৷ আমি ও আমার মা ছিলাম ফুটবলের ভক্ত৷ আমরা কোন ম্যাচই মিস করতাম না৷ বিশ্বকাপ দেখার সময় মার অভাবের কথা জানালেন এই বলিউড তারকা৷ শাহরুখ আরও জানান, তাঁর প্রিয় দল হচ্ছে আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি ও স্পেন৷ তবে ইংল্যান্ড এবার ভালো করবে বলে আশা করছেন তিনি৷

একশ কোটির দেশ ভারতে এখনও ফুটবল তেমন জনপ্রিয় নয়৷ সে বিষয়টি উল্লেখ করে শাহরুখ বলেন, ‘‘আমি সত্যিই অবাক হই যে ভারত একমাত্র উন্নয়নশীল দেশ, যারা ফুটবলকে তেমনভাবে গ্রহণ করেনি৷ আমার আশা নতুন প্রজন্ম খেলাটিকে গ্রহণ করবে৷'' উল্লেখ্য, ১৯৫০ সালে ভারত বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছিল৷ কিন্তু ফুটবলাররা বুট পরে খেলতে রাজি না হওয়ায় ফিফা তাদের খেলতে দেয়নি৷ শাহরুখ খান সেই ঘটনার কথাও স্মরণ করেছেন টুইটারে দেওয়া বার্তায়৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম
সম্পাদনা: সঞ্জীব বর্মন