1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সবার পছন্দের ট্যাবলেট

৯ জানুয়ারি ২০১৪

আপনার সন্তান কি মুঠোফোন নিয়ে বেশি সময় কাটায়? কম বয়সেই ফেসবুক বলতে পাগল সে? আপনি কি খুব দুশ্চিন্তায় আছেন প্রিয় সন্তানটিকে নিয়ে? এবার আপনার চিন্তা দূর করতে বাজারে এসেছে ড্রিমট্যাব আর কুরিয়ো নামের দুটো ট্যাবলেট৷

https://p.dw.com/p/1An6v
ছবি: Fotolia/goodluz

ইলেকট্রনিক পণ্যের ভোক্তাদের জন্য যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে চলমানরত ‘কনজিউমার ইলেকট্রনিক শো'তে ট্যাবলেট দুটি প্রদর্শিত হচ্ছে৷

ক্যালিফোর্নিয়া ভিত্তিক ইলেকট্রনিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘ফুহু' এবং হলিউড স্টুডিও ‘ড্রিমওয়ার্কস' যৌথভাবে ড্রিমট্যাব তৈরি করেছে৷

ফ্রান্সের ‘কুরিয়ো'-র সঙ্গে ড্রিমট্যাবের জোর লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে৷ ট্যাবলেটের জগতে ফুহু নতুন নয়৷ তাদের তৈরি ‘নাবি' আগেই বাজার মাত করেছে৷

ড্রিমট্যাব হয়ত ‘নাবি'-র সাফল্যকেও ছাড়িয়ে যাবে৷ এতে থাকবে এমন ‘অ্যাপ' যার ফলে বাচ্চারা কার্টুন বা ছবির কোনো চরিত্রকে স্বচ্ছন্দে আঁকতে পারবে৷ অনলাইনে শিশুদের গোপনীয়তার নিশ্চয়তা দেয়া চিলড্রেন্স অনলাইন প্রাইভেসি প্রোটেকশন অ্যাক্ট (সিওপিপিএ)-এর সুরক্ষাও থাকছে এই ট্যাবলেটে৷ সুতরাং যে কেউ যত খুশি তথ্য গোপনে নিয়ে নেবে, এমন আতঙ্কে একটুও থাকতে হবে না শিশু-কিশোরদের৷

Bildergalerie Zeitschriften
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত ট্যাবলেট ড্রিমট্যাব বাজারে আসবে আগামী বছরছবি: Getty Images

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত ট্যাবলেট ড্রিমট্যাব বাজারে আসবে আগামী বছর৷ ৮ ইঞ্চি আর ১২ ইঞ্চি – এই দুটো আকারের ভার্সন পাওয়া যাবে শুরু থেকেই৷

ফ্রান্সের ‘কুরিয়ো' একটু ছোট৷ ৭ আর ১০ ইঞ্চি আকারের হলেও এতে রয়েছে বাবা-মা-সন্তান সবাইকেই খুশি রাখার ব্যবস্থা৷ সন্তান এই ট্যাবলেট নিয়ে আনন্দে সময় কাটাতে পারবে৷ তবে যতক্ষণ খুশি যতভাবে সম্ভব তা কিন্তু নয়৷ বাবা-মা চাইলে একটা সময় বেঁধে দিতে পারবেন৷ কুরিয়ো-র মুখপাত্র এরিক লেভিন বিষয়টি বুঝিয়ে বলেছেন এভাবে,‘‘আপনি ইচ্ছে করলে ওদের জন্য অ্যাপ নির্দিষ্ট করে দিতে পারেন, আবার কিছু অ্যাপ যাতে ও ব্যবহার না করে সে ব্যবস্থাও করতে পারেন৷ সন্তান রাত নয়টার পর আর ফেসবুক ব্যবহার করুক তা যদি না চান সে ব্যবস্থাও করতে পারেন আপনি৷''

চমৎকার এক স্মার্টফোনও নিয়ে আসছে কুরিয়ো৷ তাতে থাকবে ‘জিও-ফেন্সিং', ফলে স্মার্টফোন সঙ্গে নিয়ে বাইরে গেলেও বেশিরভাগ ক্ষেত্রেই বাবা-মা বুঝতে পারবেন তাঁদের সন্তান কোথায় আছে৷

এসিবি/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য