1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মস্কোয় শিশুর বিরুদ্ধে নৃশংসতা

২৯ ফেব্রুয়ারি ২০১৬

মধ্য এশিয়ার এক নারী রাশিয়ার রাজধানী মস্কোর রাস্তায় উৎভ্রান্তের মতো ঘোরাঘুরি করার সময় পুলিশ আটক করেছে৷ তিনি একটি শিশুর কাটা মাথা ব্যাগ থেকে বের করে পুলিশকে দেখিয়েছেন বলে জানা গেছে৷

https://p.dw.com/p/1I4Fk
Russland U-Bahn Station Belorusskaja
ছবি: DW/A. Scherer

মস্কোর একটি মেট্রো স্টেশনের কাছে সোমবার এক আয়া এক শিশুর কাটা মাথা হাতে নিয়ে ঘুরছেন, এমন এক ভিডিও ইন্টারনেটে প্রকাশের পর আলোড়ন সৃষ্টি হয়েছে৷ পুলিশের হাতে আটক সেই নারীর মানসিক অবস্থা পরীক্ষা করা হচ্ছে এখন, তবে ইতোমধ্যে তার বিরুদ্ধে খুনের মামলাও করা হয়েছে৷

অনলাইন পত্রিকা লাইফনিউজ, যেটির সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে, কাটা মাথা হাতে নিয়ে ঘোরাঘুরির ভিডিওটি প্রকাশ করে৷ এতে সেই নারীকে মাথাটি তুলে ধরে দেখাতে দেখা যায়৷ পুলিশ তার কাছে পৌঁছালে মাথাটি ব্যাগ থেকে বের করেন তিনি৷

পুলিশের একজন তদন্তকারী জানিয়েছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, আয়াটি একটি বাড়িতে কাজ করতো৷ সেই বাড়িতে থাকা শিশুটির বাবা-মা তাদের বড় ছেলেকে নিয়ে বাইরে গেলে, আয়া ছোট শিশুটিকে জবাই করে৷ এরপর সেই বাড়িতে আগুন জ্বালিয়ে বেরিয়ে যায়৷

তিন-চার বছর বয়সি শিশুটিকে আয়া কেন হত্যা করেছে তা এখনও জানা যায়নি৷ তবে শিশুটির মাথায় আরো আঘাতের চিহ্ন রয়েছে, যা থেকে এটা বোঝা যাচ্ছে যে, তাকে হত্যার আগে বর্বরভাবে নির্যাতন করা হয়েছে, জানান তদন্তকারী৷

আলোচিত আয়ার জন্ম ১৯৭৭ সালে এবং মধ্য এশিয়া থেকে রাশিয়ায় গিয়েছিলেন তিনি, আপাতত এর চেয়ে বেশি তথ্য জানাতে অপারগতা প্রকাশ করেছে মস্কো পুলিশ৷

এআই/ডিজি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য