1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শীতকালীন অলিম্পিক শুরুর আগেই দুর্ঘটনা, মৃত্যু

১৩ ফেব্রুয়ারি ২০১০

শীতকালীন অলিম্পিকের শুরুর আগেই দুঃসংবাদ৷ জর্জিয়ার অ্যাথলিট নোদার কুমারিটাশভিলির মৃত্যু হল ক্যানাডার হুইসলারে এক দুর্ঘটনায়৷ এই দুঃখজনক ঘটনার তদন্ত শুরু হয়েছে৷

https://p.dw.com/p/M0Jl
দুর্ঘটনায় নিহত হওয়ার কিছুক্ষণ আগে জর্জিয়ার অ্যাথলিট নোদার কুমারিটাশভিলিছবি: AP

চলতি বছরের শীতকালীন অলিম্পিক বা উইন্টার অলিম্পিকের শুরুই হল এক মারাত্মক দুর্ঘটনা আর মৃত্যু দিয়ে৷ অনভিপ্রেত এই ঘটনাটি ঘটে যায় অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষণ আগে৷ জর্জিয়ার অ্যাথলিট দল তখন লিউগে বিভাগের ট্রেনিং-এ ব্যস্ত ছিল৷ বরফের মধ্যে দিয়ে স্লেড নিয়ে স্কিয়িং করতে করতে ২৭০ ডিগ্রি একটি বাঁকের মুখে ঘন্টায় ১৪৫ কিলোমিটার গতিবেগে দৌড়তে দৌড়তে নিজের স্লেড থেকে ছিটকে বেরিয়ে যান ২১ বছরের তরুণ অ্যাথলেট নোদার কুমারিটাশভিলি৷ ধাতব থামে ধাক্বা খান তিনি৷ রক্তাক্ত অচৈতন্য অবস্থায় নোদার কুমারিটাশভিলিকে হেলিকপ্টারে উড়িয়ে নিয়ে যাওয়া হয় হাসপাতালে৷ সেখানেই মৃত্যু হয় ওই তরুণের৷

Nodar Kumaritaschwili
দুর্ঘটনার মুহূর্তে কুমারিটাশভিলি৷ আইওসি-র ভিডিও থেকে নেওয়া ছবিছবি: AP

আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বা আইওসি-র প্রেসিডেন্ট ঝাক রগ্গে এই ঘটনায় গভীর দুঃখপ্রকাশ করে এক বিবৃতিতে বলেন, নিহত কুমারিটাশভিলির পরিবার এবং বন্ধুবর্গকে সান্ত্বনা বাক্য বলার ভাষা নেই আইওসি-র৷ বস্তুত বহু প্রতীক্ষিত উইন্টার অলিম্পিকস শুরুর আগেই এরকম একটি দুর্ঘটনা শোকের দীর্ঘ ছায়া ফেলেছে অলিম্পিক মহলে৷ একথাও স্বীকার করে নিয়েছেন রগ্গে তাঁর বিবৃতিতে৷

আইওসি-র অফিসিয়াল বিবৃতি আরও জানিয়েছে, নোদার কুমারিটাশভিলির দুর্ভাগ্যজনক মৃত্যুর এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করে দেওয়া হয়েছে৷ যদিও ভিডিও ছবিতে স্পষ্টই বোঝা গেছে ট্রেনিং চলাকালীন নিজের স্লেড থেকে তীব্রবেগে চলতে চলতে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে যান নোদার কুমারিটাশভিলি৷

১২ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এবারের উইন্টার অলিম্পিক৷ এই প্রতিযোগিতায় যোগ দিতে আসা জর্জিয়ান দলে আটজন অ্যাথলিট ছিলেন৷ তাঁদের মধ্যে একজনের এরকম মৃত্যু হওয়ার পর শনিবার লিউগে বিভাগের মূল প্রতিযোগিতায় জর্জিয়া আদৌ যোগ দেবে কিনা তা নিয়ে সংশয়ও দেখা দিয়েছে৷ কর্মকর্তারা আজ শনিবার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন শীতকালীন অলিম্পিকের এবারের আসরে এই লিউগে প্রতিযোগিতা আদৌ অনুষ্ঠিত করা যাবে কিনা ৷

প্রতিবেদন - সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা - সাগর সরওয়ার