1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শীত অলিম্পিকে প্রথম সোনা জিতে নিলেন আম্মান

১৪ ফেব্রুয়ারি ২০১০

ক্যানাডার ভ্যাঙ্কুভারে শুরু হওয়া শীতকালীন অলিম্পিকের আসরে সুইস স্কি জাম্প সুপারস্টার জিতলেন প্রথম সোনাটি৷ আয়োজকরা সতর্কতা অবলম্বনের চিন্তাভাবনা করছেন কারণ, লিউগে ইভেন্টে দুর্ঘটনায় মৃত্যু তাঁদের চিন্তিত করে দিয়েছে৷

https://p.dw.com/p/M0lA
এবারের শীত অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে অলিম্পিক মশাল বহনের দৃশ্যছবি: AP

মনোযোগ, মানসিক দৃঢ়তা আর দক্ষ আত্মবিশ্বাস৷ এই তিনের যোগাযোগ যে কতটা ফলপ্রসূ হয়ে উঠতে পারে তার প্রমাণ দিলেন আরও একবার স্কি জাম্পিং-এর সুইস সুপারস্টার সিমন আম্মান৷ ক্যানাডার ভ্যাঙ্কুভারে ২০১০ সালের শীতকালীন অলিম্পিকের আসরের প্রথম সোনাটি জিতে নিলেন তিনি আবারও৷ আঠাশ বছরের এই বিস্ময় অ্যাথলিট এর আগেও এই অলিম্পিকে ‘ডাউনহিল' ইভেন্টে সোনা জিতেছেন দুইবার৷ তৃতীয় সোনা জিতে নেওয়ার পর নিজেকেই অবিশ্বাস্য ভাবতে শুরু করা সিমন বলেছেন, এই দিনটা আমি কোনদিনই ভুলতে পারব না৷ পরপর তিনবার এই অলিম্পিকের আসরে ‘ডাউনহিল'-এর মত কঠিন রেস - এ আমি সোনা জিতে নিয়েছি৷ এ এখনও বিশ্বাস হচ্ছে না৷ আম্মানের মতে, প্রতিযোগিতার সময় শান্ত এবং ধৈর্যশীল থাকতে পারাই তাঁর সাফল্যের চাবিকাঠি৷

ওদিকে আন্তর্জাতিক স্কি ফেডারেশন এই অলিম্পিকের আসরে ধীরে চলার নীতি নিয়েছে৷ কারণ, শুক্রবারের উদ্বোধনী অনুষ্ঠানের আগেই লিউগে ইভেন্টের ট্রেনিং চলার সময় জর্জিয়ার তরুণ অ্যাথলিট নোদার কুমারিটাশভিলির এক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা গোটা প্রতিযোগিতার ওপর শোকের এবং দুশ্চিন্তার কালো পর্দা টেনে দিয়েছে৷ যে কারণে প্রথম দুটি অ্যালপাইন ইভেন্টকে একটু পিছিয়ে দিয়েছেন আয়োজকরা৷ বলা হয়েছে, সাতটি ইভেন্ট অনুষ্ঠিত করতে সাতদিন সময় নেওয়া হবে৷ যাতে কোনরকম নতুন সমস্যা উপস্থিত না হয় প্রতিযোগিদের জন্য৷ তাছাড়া হঠাৎ করে আবহাওয়া একটু বেশি উষ্ণ হয়ে পড়ার ফলে তুষারাচ্ছন্ন ট্র্যাকগুলি স্বাভাবিকের তুলনায় বেশি পিচ্ছিল হয়ে পড়েছে৷ এই অবস্থায় আগামী সোমবার অনুষ্ঠিত হবে প্রথম রেস৷ পুরুষদের ‘সুপার কম্বাইন' প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে সোমবার৷ আর মহিলাদের ‘ডাউনহিল' প্রতিযোগিতার দিন ধার্য করা হয়েছে আগামী মঙ্গলবার৷

Olympische Winterspiele 2010 Vancouver Flash-Galerie
স্কিয়িং-এর ট্রেনিংছবি: AP

প্রতিবেদন - সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা - রিয়াজুল ইসলাম