1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শুকিয়ে মৃতপ্রায় ইছামতি নদী

১৯ ডিসেম্বর ২০১০

সুরমা নদীতে দুই নৌকার সংঘর্ষে নারী ও শিশুদের প্রাণহানির খবরটি আজ সংবাদ মাধ্যমগুলোতে বেশ গুরুত্ব পেয়েছে৷ পাশাপাশি বাংলাদেশকে নিয়ে উইকিলিক্সে ফাঁস করা তথ্যেরও খবর রয়েছে৷

https://p.dw.com/p/QfiS
ছবি: AP

সুরমা নদীতে সলিল সমাধি

সুরমা নদীতে দুই নৌকার সংঘর্ষে নারী ও শিশুদের প্রাণহানির ঘটনাটি আজ সংবাদ পত্রগুলোর নজর কেড়ে নিয়েছে৷ খবরটি প্রধান শিরোনাম করেছে সমকাল, ডেইলি স্টার পত্রিকা এবং বার্তা সংস্থা বিডিনিউজ টোয়েন্টি ফোর৷ জানা গেছে, সুনামগঞ্জের সুরমা নদীতে যাত্রীবাহী ও বালুবাহী দুটি নৌকার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়৷ এতে ৩৫ জনের সলিল সমাধি হয়৷ তাদের মধ্যে সকলেই নারী এবং শিশু বলে জানা গেছে৷ তবে সমকাল ও ডেইলি স্টার জানিয়েছে, সুরমা নয় ধেনু নদীতে এই দুর্ঘটনা ঘটেছে৷

উইকিলিক্সের ফাঁস করা খবর

বার্তা সংস্থা বিডিনিউজ এই খবরগুলো বিস্তারিতভাবে তুলে ধরেছে৷ বাংলাদেশের মার্কিন দূতাবাস নানা সমযে বিভিন্ন ঘটনাকে কিভাবে পর্যালোচনা করেছে সেসব কিছু উঠে এসেছে গোপন কূটনৈতিক বার্তাগুলোতে৷ দৈনিক যুগান্তর আজ এই বিষয় নিয়ে প্রধান শিরোনাম করেছে৷ বিশেষ গুরুত্ব দিয়েছে ডেইলি স্টার, সমকাল ও ইত্তেফাক৷ ফাঁস হওয়া এসব খবরে জানা গেছে, বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতির অভিযোগে প্রধান দুই দলের নেত্রী কারাগারে আটক থাকলেও যুক্তরাষ্ট্র চেয়েছিলো তাঁরা উভয়েই নির্বাচনে অংশ নিক৷ এছাড়া বাংলাদেশে নিষিদ্ধ দলের নেতা কর্মীরা নতুন নামে সংগঠন চালু করলে তাতে সমর্থন দিয়েছিল ডিজিএফআই, এমনটি মনে করছিল মার্কিন দূতাবাস৷ এই খবরটিকে প্রধান শিরোনাম করেছে যুগান্তর৷

মরে যাচ্ছে ইছামতি নদী

দৈনিক ইত্তেফাকের মূল শিরোনাম ‘ইছামতি নামের আটটি নদীই মৃতপ্রায়'৷ প্রতিবেদনটিতে বলা হয়েছে, বিরূপ প্রকৃতি, অদূরদর্শীদের নদী ব্যবস্থাপনা ও ভূমি দস্যুদের কবলে পড়ে ইছামতি নামে সবগুলো নদীই এখন মৃতপ্রায়৷ প্রভাবশালীরা যেভাবে নদী দখলের প্রতিযোগিতায় নেমেছে তাতে একসময় এসব নদীর চিহ্ন পর্যন্ত থাকবে না৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই