1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শুক্রবার আনুষ্ঠানিক কাজ শুরু করবেন ভুল্ফ

১ জুলাই ২০১০

জার্মানির দশম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরদিন ক্রিস্টিয়ান ভুল্ফ ‘শ্লস বেলভ্যু’ প্রেসিডেন্ট ভবনে তাঁর নতুন কর্মস্থল ঘুরে দেখলেন৷ শুক্রবার তিনি আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবেন৷

https://p.dw.com/p/O8XT
নতুন জার্মান প্রেসিডেন্ট ক্রিস্টিয়ান ভুল্ফছবি: AP

নির্বাচনের আগে ভুল্ফ জানিয়েছিলেন, তাঁর দপ্তরকক্ষে দু'বছরের পুত্র লিনুস-এর জন্য খেলার একটা কোনা রাখবেন৷ রাজ্যপ্রধান থেকে রাষ্ট্রপ্রধান হয়েছেন ভুল্ফ৷ কিন্তু কেমন মানুষ তিনি?

একান্ন বছর বয়সে জার্মানির তরুণতম প্রেসিডেন্ট ক্রিস্টিয়ান ভুল্ফ৷ সুদর্শন তিনি৷ তাঁর স্ত্রী বেটিনা হচ্ছেন দেশের ইতিহাসে সবচেয়ে কম বয়সি ‘ফার্স্ট লেডি'৷ পরিবারমুখী মানুষ ভুল্ফ৷ রাজনীতিতে থেকেছেন৷ লোয়ার স্যাক্সনি রাজ্যের মুখ্যমন্ত্রীর ভূমিকা পালন করেছেন সানন্দে৷ সিগারেটের নেশা নেই তাঁর৷ বাস্কেট বল খেলেন৷ শরীরটাকে ফিট রেখেছেন৷ প্রেসিডেন্টের আনুষ্ঠানিকতায় মোড়া দায়িত্ব পালন করতে তাঁর অসুবিধা হবে না মোটেও৷ তিনি বলেন, ‘‘আমি খুশি এই দায়িত্ব পালন করতে পারব বলে৷ আমার মনে হয় মানুষকে এক জায়গায় আনতে পারব৷ আমাদের সমাজের বন্ধনটাকে অটুট রাখতে কিছু করব৷ কঠিন সময়ে সাহস দেব, আশা জাগিয়ে তুলব৷''

রাজনীতির জগৎটাকে ভাল করেই চেনেন ভুল্ফ৷ আর সেই কারণেই চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল তাঁকে প্রেসিডেন্ট পদের জন্য মনোনীত করার সিদ্ধান্ত নেন৷ পর্যবেক্ষকরা অবশ্য বলেন, এই সঙ্গে তিনি নিজের খ্রিষ্টীয় গণতন্ত্রী দলের ভিতরে একজন প্রতিযোগী থেকেও রেহাই পেলেন৷

চ্যান্সেলর ম্যার্কেল বলেন, ‘‘জার্মানির ঐক্যের সেই সময়ে ক্রিস্টিয়ান ভুল্ফ-এর সঙ্গে আমি পরিচিত হয়েছি৷ তিনি মানুষ সম্পর্কে সব সময় কৌতূহলী৷ সব সময় নতুন কিছু করতে চান৷ অত্যন্ত সৃজনশীল৷ মানুষের কাছে ছুটে যান৷''

ছেলেবেলাটা তাঁর সহজ হয় নি৷ বাবামার বিচ্ছেদ হয়ে যায়৷ মা ছিলেন খুবই অসুস্থ৷ মায়ের দেখাসোনা করেছেন৷ ছোটবোনের ভার নিয়েছেন৷ বিয়ে করেন ছাত্রজীবনের বান্ধবীকে৷ কন্যাসন্তানের বাবা হন৷ কিন্তু সে বিয়ে টেকে নি৷ আবার বিয়ে করেন৷ এবার পুত্রসন্তান৷

অসনাব্রুক শহরে জন্ম নেন ভুল্ফ৷ পড়াশোনা সেখানেই৷ কিশোর বয়স থেকেই খ্রিষ্টীয় গণতন্ত্রী দল সিডিইউ-র সঙ্গে তাঁর যোগ৷ রাজনীতিক হিসেবে সেটাই তাঁর নির্বাচনী এলাকা৷ হানোফার শহর থেকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন ভুল্ফ এতদিন৷ আধুনিক ধ্যানধারণার এই মানুষটিই জার্মন কোন রাজ্যের সরকারে প্রথমবারের মত একজন মুসলিম নারীকে মন্ত্রী পদে গ্রহণ করেছেন৷ ক্রিস্টিয়ান ভুল্ফ মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দিয়েছেন৷ এবার বার্লিন - শ্লস বেলভ্যু৷

প্রতিবেদন: আব্দুল্লাহ আল-ফারূক

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান