1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শুধু সৌন্দর্য নয়, সাফল্যের রহস্য কর্মদক্ষতাও

১৯ এপ্রিল ২০১১

সৌন্দর্য যে শুধু খ্যাতি কিংবা জনপ্রিয়তা এনে দেয়, তা নয় বরং সৌন্দর্যের প্রভাব বহুমুখী৷ অবশ্য সাথে থাকা চাই আরো কিছু গুণ৷ আর এমন সব কথা যে শুধু মানুষের জন্যই প্রযোজ্য তা নয়, এবার দেখা গেল পাখিদের ক্ষেত্রেও একই ঘটনা৷

https://p.dw.com/p/RIq4
ফাইল ফটোছবি: picture-alliance / OKAPIA KG, Germany

বেশি সুন্দর কিংবা অধিকতর আকর্ষণীয় পাখিরা অন্য পাখিদের চেয়ে বেশি খাদ্য সংগ্রহ করতে পারে বলে বিজ্ঞানীরা জানালেন৷ তবে তাদের এই অধিক সাফল্য শুধু সৌন্দর্যের কারণেই নয় বরং একইসাথে তাদের অনুধাবন শক্তিরও ফল এটি৷ গবেষকদের ধারণা, তাদের অধিক সৌন্দর্যের কারণে বিপরীত লিঙ্গের পাখিরাও তাদেরকে সহকর্মী হিসেবে পেতে বেশি আগ্রহী বলেও এমনটি ঘটতে পারে৷

ছোট্ট ইউরেশিয়ান পাখি সিসকিন্স৷ এদের বৈজ্ঞানিক নাম কার্ডুয়েলিস স্পিনাস৷ মনোমুগ্ধকর হলুদ-সবুজ পালক আর কালো দাগে ভরা সিসকিন্স পাখির দেহ৷ এই জাতের পাখিদের উপর গবেষণা চালিয়ে তাদের সাফল্যের রহস্য উদ্ঘাটনের চেষ্টা চালিয়েছেন একদল স্প্যানিশ বিজ্ঞানী৷ স্পেনের বারসেলোনা শহরে র ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের ইভোলুশনারি অ্যান্ড বিহ্যাভিওরাল ইকোলজি বিষয়ক গবেষণা শাখার সদস্য ফার্নান্দো মাটিওস গঞ্জালেস-এর নেতৃত্বে সম্পন্ন করা হয় এই গবেষণার কাজ৷

গবেষণার জন্য বেছে নেওয়া হয় ২৯ টি পুরুষ সিসকিন্স পাখিকে৷ একটি উঁচু গলা বিশিষ্ট পাত্রে রাখা হয় সূক্ষ্ম খাদ্য-কণা৷ সেগুলোর উপর বেশ কিছু দাঁত খিলাল করার কাঠি আড়াআড়িভাবে রেখে দেওয়া হয়৷ খাদ্য-কণার কাছে পৌঁছতে পাখিদেরকে অবশ্যই দু’একটি কাঠি সরাতে হবে৷ এ অবস্থায় গবেষকরা দেখেন যে, সবচেয়ে বড় আকারের পাখি কিংবা ঘাড়ে কালো ঝালর বিশিষ্ট অভিজাত পাখিগুলো নয় বরং দীর্ঘতর হলুদ ডোরাযুক্ত পাখিগুলোই দ্রুততম সময়ে খাদ্য-কণাগুলি সংগ্রহ করতে পারছে৷

এমনকি হলুদ ডোরাগুলো যাদের ছোট আকারের তাদের চেয়ে বড় আকারের ডোরাযুক্ত পাখিগুলো বেশি খাদ্য-কণা খুঁজে পায়৷ তবে পাখিদের পালকের হলুদের আধিক্য বাড়ানোর জন্য ক্যারোটেনয়েডস ইঞ্জেকশন করেও দেখা গেছে শুধুমাত্র এই সৌন্দর্য বৃদ্ধির কারণে তাদের খাবার অন্বেষণে সাফল্যের মাত্রা বাড়েনি৷ বরং একইসাথে তাদের খাবার খোঁজার কাজে দক্ষতার উপরও নির্ভর করেছে এই সাফল্য৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক