1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শুরু হবে অভিবাসনপ্রত্যাশীদের দেশে ফেরানোর উদ্যোগ

২৩ অক্টোবর ২০১৫

নতুন অভিবাসন আইন শিগগিরই কার্যকর হবে৷ অভিবাসনের আবেদন প্রত্যাখ্যানের পরও জার্মানিতে থেকে যাওয়া বিদেশিদের সামরিক বিমানে তুলে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে৷

https://p.dw.com/p/1GtHe
Symbolbild Flüchtlinge Polizei Kontrolle Abschiebung
ছবি: picture-alliance/dpa/M. Becker

অভিবাসন সংকট জার্মানিতে এখন প্রতিদিনের আলোচনার বিষয়৷ ইউরোপকে প্রায় গ্রাস করে ফেলা এ সংকট নিরসনের জন্য নতুন অভিবাসন আইন প্রণয়ন করেছে জার্মানি৷ এবং আগের ঘোষণার চেয়ে আগেই শুরু হবে এ আইন কার্যকর করা৷ জার্মান সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, আগামী ১ নভেম্বর থেকে আইনটি কার্যকর করা শুরু করবে সরকার৷

প্রথমেই দেখা হবে এ আইন অনুযায়ী কারা অভিবাসী হওয়ার যোগ্য এবং কারা যোগ্য নন৷ আবেদন যাচাই-বাছাই করে যাদের অযোগ্য মনে হবে তাদের দেশে ফেরানোর উদ্যোগও নেয়া হবে খুব তাড়াতাড়ি৷

আবেদনপত্র বাছাই করে অভিবাসনের অনুপযুক্ত প্রার্থীদের দেশে ফেরানোর উদ্যোগ অবশ্য আগে থেকেই চলছে৷ অনেক প্রার্থী নিজের উদ্যোগেই ফিরে যাচ্ছেন৷ জার্মানির ডি ভেল্টপত্রিকার খবর অনুযায়ী, ২০১৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে ২২ হাজার ৪০০ অভিবাসনপ্রত্যাশী সরকার ব্যবস্থা নেয়ার আগেই দেশে ফিরে গেছেন৷ তবে ১১ হাজার ৫০০ জনকে জোর করে ফেরত পাঠাতে হয়েছে৷

আবেদন প্রত্যাখ্যাত হবার পরও নানান কায়দায় জার্মানিতে থেকে যেতে তৎপর লোকদের বিরুদ্ধে তাই নতুন উদ্যোগ নিতে পারে সরকার৷ আবেদন প্রত্যাখ্যাত হওয়ার পরই অভিবাসনপ্রত্যাশীদের প্রয়োজন হলে সেনাবাহিনীর বিমানে করে পাঠানোর কথাও বিবেচনা করা হচ্ছে৷ জার্মানির প্রতিরক্ষামন্ত্রী উরসুলা ফন ডেয়ার লাইয়েন বলেছেন, ‘‘হ্যাঁ, এ কাজে সামরিক বাহিনীর বিমান ব্যবহারের সম্ভাবনা উড়িয়ে দেয়া যায়না৷ তবে জনসাধারণের ব্যবহারযোগ্য বাহনের ওপর বেশি চাপ পড়লে, সেনাবাহিনীর ওপর যাতে কোনো প্রভাব না পড়ে সেদিকে লক্ষ্য রেখেই এসব বিমান ব্যবহার করা হবে৷’’

Quadriga - Germany's refugee crisis - Has the mood turned ugly?

এসিবি/জেডএইচ (ডিপিএ, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য