1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শেওয়াগকে সেঞ্চুরি বঞ্চিত করল শ্রীলংকার বোলার

১৮ আগস্ট ২০১০

অবশেষে শ্রীলংকার ক্রিকেট বোর্ড ক্ষমা চাইলো ভারতের ব্যাটসম্যান বিরেন্দর শেওয়াগের কাছে৷ ক্ষমা চেয়েছেন লংকান অফস্পিনার সুরাজ রান্দিভও৷ কিন্তু যা হওয়ার তা হয়ে গেছে, ওয়ানডে সেঞ্চুরি থেকে বঞ্চিত হলেন ভারতের এই ওপেনার৷

https://p.dw.com/p/OpnK
Indian cricketer Virender Sehwag
ব্যাট হাতে শেওয়াগের আগ্রাসনছবি: AP

ঘটনা হলো, মঙ্গলবার ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ম্যাচে শ্রীলংকার বিরুদ্ধে সহজেই ছয় উইকেটে জিতেছে ভারত৷ তবে শেষ মুহুর্তে যে নাটক হলো সেটাই এখন সবকিছু ছাপিয়েছে৷ শ্রীলংকার করা ১৭০ রানের জবাবে ভারতের জয় যখন নিশ্চিত তখন ব্যাট করছিলেন ওপেনার শেওয়াগ৷ ৩৫ তম ওভার চলছে, বোলার অফ স্পিনার সুরাজ৷ শেওয়াগের রান তখন ৯৯, ভারতের দরকার জয়ের জন্য পাঁচ রান৷ এর মধ্যে একটি বাউন্ডারি হয়ে গেল বাই রানে৷ ফলে ভারতের দরকার পড়ে আর মাত্র এক রান, শেওয়াগের সেঞ্চুরির জন্য দরকার আর মাত্র এক রান৷ এই সময় নো-বল করে বসেন সুরাজ৷ সেই বলে ব্যাটও হাঁকিয়েছিলেন শেওয়াগ, ওভার বাউন্ডারি৷ ভারতের জয়, সেঞ্চুরি মনে করে দুই হাত উচিয়েও ধরলেন শেওয়াগ৷ কিন্তু পরমুহুর্তেই বুঝতে পারলেন, দল জয় পেয়েছে কিন্তু তাঁর সেঞ্চুরি হয়নি৷ কারণ যে মুহুর্তে সুরাজের নো-বল তখনই ভারত জয় পেয়েছে, তাই তাঁর ছক্কার ছয় রান আর যোগ হবে না৷ ফলে ৯৯ রান নিয়েই মাঠ ছাড়তে হয় শেওয়াগকে৷

কিন্তু আসল ঘটনা হলো, লংকান বোলার সুরাজ ইচ্ছে করেই সেটি নো-বল করেছিলেন৷ রিপ্লেতে ধরা পড়েছে লাইন থেকে প্রায় আধহাত সামনে এসে বলটি করেন তিনি৷ যদিও ক্রিকেটের নিয়মের ব্যত্যয় হয়নি, কিন্তু এটি একেবারেই অখেলোয়াড়সুলভ আচরণ৷ ম্যাচ শেষে তা নিয়ে কথাও বলেছেন শেওয়াগ৷ কিন্তু এরপরও তিনি মেনে নিয়েছেন৷

এদিকে প্রবল সমালোচনার মুখে শেওয়াগের কাছে ক্ষমা চাইতে হয়েছে সুরাজকে৷ তাঁর সঙ্গে শ্রীলংকার ক্রিকেট বোর্ডও এজন্য দুঃখ প্রকাশ করেছে৷ টুইটারে দেওয়া এক বার্তায় শেওয়াগ জানান, ম্যাচ শেষে তাঁর রুমে যান লংকান অফস্পিনার৷ এই নিয়ে দুঃখ প্রকাশ করেছেন তিনি৷ আর সবকিছুকেই সহজভাবে মেনে নিয়েছেন বিরু৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: জাহিদুল হক