1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উইলিয়াম শেক্সপিয়ার

লার্স বেভাঙ্গার/এসিবি৫ আগস্ট ২০১৩

একেবারে সত্যিকারের যুদ্ধক্ষেত্রে শেক্সপিয়ারের নাটক! গল্প নয়, বাস্তবেই ঘটছে এমন ঘটনা৷ শেক্সপিয়ার গ্লোব থিয়েটার বাস্তবধর্মী কাজ করার ইচ্ছা থেকে সত্যি সত্যিই নাটককে নিয়ে গেছে যু্দ্ধক্ষেত্রে৷

https://p.dw.com/p/19JIg
ছবি: gemeinfrei

যুদ্ধের নাটকে যুদ্ধের আবহ তৈরি না হলে চলে? আবহ তৈরি করতে গোলাগুলির শব্দ, আলোকসজ্জা আর পোশাকে বাস্তবকে ছুঁয়ে যাওয়ার চেষ্টা পুরোনো হয়ে গেছে বহু আগে৷ ব্রিটেনের শেক্সপিয়ার গ্লোব থিয়েটার ঐতিহ্যকে সঙ্গে রেখে ভালো কিছু করার প্রয়াস শুরু করেছে অনেক আগে৷ তাই শেক্সপিয়ারের নাটকের কাজ বরাবরই গ্লোব থিয়েটারে করে এসেছে তারা৷

England Theater Towton Schlachtfeld
ইংল্যান্ডের ইয়র্কশায়ারের টাউটন যু্দ্ধক্ষেত্রে নাটকের মঞ্চছবি: DW/L Bevanger

শেক্সপিয়ারের জীবদ্দশায় গড়া আসল গ্লোব থিয়েটার তো পুড়ে ছাই হয়েছে সেই ১৬১৩ সালে৷ শেক্সপিয়ার গ্লোব থিয়েটার নাটক করে লন্ডনে টেমস নদীর তীরে আসলের আদলে গড়া গ্লোব থিয়েটারে৷ তবে এখন আর চারদেয়ালে বন্দী নেই তাদের প্রয়াস৷ ‘হেনরি সিক্স' নাটকটি তাই হয়েছে উত্তর ইংল্যান্ডের ইয়র্কশায়ারের টাউটন যু্দ্ধক্ষেত্রে৷ পঞ্চদশ শতকে ভয়াবহ এক যুদ্ধ হয়েছিল সেখানে৷ মারা গিয়েছিল ২৮ হাজার মানুষ৷ ‘ওয়ার অফ দ্য রোজেস' খ্যাত সেই যুদ্ধে হেরে সিংহাসন হারিয়েছিলেন ষষ্ঠ হেনরি, চতুর্থ এডওয়ার্ডের মাথায় উঠেছিল রাজার মুকুট৷ তাই শেক্সপিয়ার গ্লোব থিয়েটার প্রায় ৬০০ বছর পর একই জায়গায় অভিনয়শিল্পী আর কলাকুশলীদের নিয়ে নেমেছিল যু্দ্ধে৷ সেখানে কাজ শেষ৷ এখন ‘হেনরি সিক্স' নাটকে আর যেসব যুদ্ধক্ষেত্রের উল্লেখ আছে সেসব জায়গাতেও যাবে তারা৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য