1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্রিকেট খেললেন জকোভিচ!

২ ফেব্রুয়ারি ২০১৭

একজন ক্রিকেটের কিংবদন্তি, অন্যজন টেনিসের বড় তারকা৷ ১২টি গ্র্যান্ড স্লাম জেতা সার্বিয়ার নোভাক জকোভিচ গতমাসে অস্ট্রেলিয়ায় শেন ওয়ার্নের সঙ্গে ক্রিকেট খেলেন৷

https://p.dw.com/p/2WmYl
Australien Sidney -  Novak Djokovic und Shane Warne spielen Cricket für Charite
ছবি: picture-alliance/ZUMAPRESS/S. Low

হ্যাঁ ক্রিকেট৷ আসলে একটি চ্যারিটি ইভেন্টে দু'জনের দেখা হয়েছিল৷ অস্ট্রেলিয়ান ওপেন খেলতে সেখানে গিয়েছিলেন জকোভিচ৷ প্রতিযোগিতা শুরুর আগে ‘নোভাক জকোভিচ ফাউন্ডেশন'-এর পক্ষ থেকে ঐ চ্যারিটি ইভেন্টের আয়োজন করা হয়৷ প্রাক-স্কুল পর্যায়ের শিশুদের লেখাপড়ার মান উন্নয়নে সহযোগিতা করে থাকে এই ফাউন্ডেশন৷

অনুষ্ঠানের এক পর্যায়ে শেন ওয়ার্নের এক ওভার বল মোকাবিলা করেন জকোভিচ৷ এরপর ওয়ার্নের পরামর্শ নিয়ে স্পিন বলও করেন৷ ওয়ার্নের প্রথম বলেই বোল্ড হয়ে গেলেও পরের বলগুলো ভালভাবেই সামলেছিলেন জকোভিচ৷ প্রথম বলে আউট হওয়া প্রসঙ্গে জকোভিচ ওয়ার্নকে মজা করে বলেন, তিনি আসলে ভেবেছিলেন বলটি আরেকটু জোরে আসবে! আর বোলিংয়ের সময় জকোভিচের সামনে পাশাপাশি অল্প দূরত্ব বজায় রেখে ছয়টি উইকেট বসানো হয়৷ শুরুতে প্রথম উইকেট লক্ষ্য করে বল করলেও সেটি চলে যায় পাশের উইকেট বরাবর৷ আসলে মজার এই বিষয়টি লিখে বোঝানো সম্ভব নয়৷ তাই ইউটিউব ভিডিওটি দেখুন৷ দীর্ঘ সময়ের এই ভিডিওর ক্রিকেটের অংশটুকু দেখতে সরাসরি ৪ মিনিট ২৪ সেকেন্ড সময়ে চলে যেতে পারেন৷

ক্রিকেট ছাড়াও অনুষ্ঠানে জকোভিচকে হুইল চেয়ারে থাকা একজনের সঙ্গে টেনিস খেলতে দেখা গেছে৷ এছাড়া অস্ট্রেলিয়ার ফুটবল ও রাগবি তারকাদের সঙ্গেও খেলেছেন তিনি৷ তবে মূল যে প্রতিযোগিতা সেই অস্ট্রেলিয়ান ওপেনেই এবার ভালো করতে পারেননি জকোভিচ৷ ব়্যাংকিংয়ে ১১৭ নম্বরে থাকা উজবেকিস্তানের ডেনিস ইস্তোমিনের সঙ্গে দ্বিতীয় রাউন্ডে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছিল তাঁকে৷ অথচ ২০০৮ সালে এই অস্ট্রেলিয়ান ওপেনই ছিল জকোভিচের প্রথম গ্র্যান্ড স্লাম জয়৷

জেডএইচ/ডিজি