1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শেষে কী সোনমের শরীরে বেশি বেশি পেশি হবে!

১৪ নভেম্বর ২০১০

বাপ অনিল কাপুর যদি এই বয়সে অ্যাকশন ছবিতে অভিনয় করতে পারেন, পর্দায় হাত পা চালাতে পারেন, তাহলে মেয়ে সোনম কেন পিছিয়ে থাকবে? বাবার মতই অ্যাকশন করতে সোনম এখন নাছোড়বান্দা৷

https://p.dw.com/p/Q8Gn
Action, Bollywood, Anil Kapoor, Sonam Kapoor, সোনম, অ্যাকশন, মারপিট, সিনেমা, বলিউড, সুন্দরী, মেয়ে
অ্যাকশনে নিবেদিত প্রাণ এখন সোনমেরছবি: UNI

একদা সুপারহিরো অনিল কাপুর এখন পঞ্চাশ পেরিয়েছেন৷ তারপরেও ‘তেজ' ছবিতে এমন সব অ্যাকশন করেছেন অনিল, যা দেখে হতভম্ব হয়ে যাওয়ার দশা দর্শকের৷ সদ্য সিনেমায় পা দেওয়া অনিলের মেয়ে সোনমও এখন ধরে নিয়েছে অনিলের দেখানো রাস্তা৷ গোয়াতে চলছে সোনমের নতুন ছবি ‘প্লেয়ার্স' -এর শ্যুটিং৷ সে ছবির আরেক নায়িকা বাঙালিনি বিপাশা বসুর সঙ্গে পাল্লা দিয়ে দারুণ সব অ্যাকশন করে চলেছেন সোনম৷ চলন্ত গাড়িতে, মোটরবোটে শ্যুটিং চলছে সেসব হাড় হিম করে দেওয়া অ্যাকশনের৷

গোয়াতে শ্যুটিং-এর ফাঁকে সোনম জানিয়ে দিয়েছেন, এই অ্যাকশন করতে এবং অ্যাকশন নায়িকার মত চেহারাখানা বানাতে তাঁকে প্রচুর খাটতেও হচ্ছে৷ বিশেষ ট্রেনার ইয়াসমিন করাচিওয়ালার পরামর্শে গত কয়েকমাস ধরে রোজ ব্যায়াম করে শরীরটাকে বাগিয়ে নিয়েছেন তিনি৷ এমনকি ট্রেনার ইয়াসমিনকে সঙ্গে করে নিয়ে গেছেন গোয়াতেও৷ সেখানে রোজ কয়েক ঘন্টা কঠোর ফিজিক্যাল ট্রেনিং অভ্যাস করে যাচ্ছেন সোনম৷

সোনমের নিষ্ঠা দেখে ছবির পরিচালক আব্বাস মস্তান খুবই খুশি৷ মস্তানের জবানিতে, অনিলের মেয়ে খুবই খাটছে৷ বিপাশার অ্যাথলেটিক ফিগারের পাশে ওকেও দারুণ অ্যাথলেটিক লাগছে ক্যামেরায়৷ এ ছবির দুই হিরো৷ একদিকে বচ্চনপুত্র অভিষেক আর অন্যদিকে নীল নীতিন মুকেশ৷ সব মিলিয়ে রোম্যান্স, অ্যাকশনের যুগলবন্দিতে ‘প্লেয়ার্স' নাকি পর্দা কাঁপাবে বাজারে এসেই৷

তা কাঁপাক৷ তাতে কোন আপত্তি নেই৷ কিন্তু এই অ্যাকশনে মন দিয়ে নবাগতা নায়িকা সোনম যদি পেশিবহুল হয়ে পড়েন, তাহলেই চিত্তির! হিন্দি ছবিতে প্রথাগত নায়কের দুষ্টের দমন আর শিষ্টের পালনের ঢিসুম ঢিসুমের কাজটা যদি কোমলকলি নায়িকাকে করতে দেখা যায়, তাতে শেষমেষ দর্শক কিন্তু বিরক্ত হয়ে বাড়ির পথও ধরতে পারে৷ আর তখন? শেষে কী সোনমের শরীরে বেশি বেশি পেশি হবে!

দেখা যাক, সোনমের অ্যাকশন নিয়ে ‘প্লেয়ার্স' মুক্তি পাওয়ার পর কী দাঁড়ায়৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা : আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য