1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শেষ আটে মুখোমুখি আর্জেন্টিনা-জার্মানি

২৮ জুন ২০১০

ফুটবল বিশ্বকাপে জার্মানি আর আর্জেন্টিনার জয় নিয়েই ব্যস্ত বাংলাদেশের সংবাদপত্রগুলো৷ তবে, রয়েছে বিরোধী দলের হরতালের খবরও৷ প্রস্তাবিত বাজেটে চট্টগ্রামের অবস্থা নিয়ে আলোচনা৷

https://p.dw.com/p/O4eK
ছবি: AP

বিশ্বকাপ ফুটবল

‘ইংল্যান্ডকে ৪-১ গোলে হারিয়ে সেরা আটে জার্মানি' -- দৈনিক ইত্তেফাকের শিরোনাম এটি৷ দৈনিক কালেরকন্ঠ বলছে, ‘ইংল্যান্ডকে '৬৬ ফিরিয়ে দিল জার্মানি'৷ গতকালের খেলায় ইংল্যান্ডের একটি শট গোলসীমা অতিক্রম করা সত্ত্বেও সেটিকে গোল দেয়নি রেফারি৷ একইধরণের আরেকটি ঘটনা ঘটেছিল ১৯৬৬ সালে৷ সেবার বল গোলসীমা পার হয়েছিল কিনা তা নিয়ে আজও সন্দেহ রয়েছে, কিন্তু তারপরও তখন গোল পায় ইংল্যান্ড৷ দৈনিক কালেরকন্ঠ এই বিষয়টিকে ছবি সহকারে ফুটিয়ে তুলেছে৷ এছাড়া দৈনিক সমকালের শিরোনাম, ‘আবার শেষ আটে মুখোমুখি আর্জেন্টিনা-জার্মানি'৷ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানাচ্ছে, ‘কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা'৷

হরতাল

সব পত্রিকাই এই বিষয়ে খবর প্রকাশ করেছে৷ দৈনিক ইত্তেফাকের শিরোনাম, ‘হরতাল ছিল শান্তিপূর্ণ'৷ দৈনিক প্রথম আলো অবশ্য শিরোনাম করেছে, ‘ঢাকায় মির্জা আব্বাস ও সাংসদ শহীদ উদ্দীন গ্রেপ্তার, আটক ১৬৭'৷ পত্রিকাটির দাবি, হরতালের সময় বিক্ষিপ্তভাবে সংঘর্ষ হয়েছে৷ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম লিখেছে, ‘মির্জা আব্বাস গ্রেপ্তার, হাসপাতালে ভর্তি'৷ রবিবার সকালে পিকেটিং করার সময় পুলিশ তাঁকে আটক করে৷ এরপর অসুস্থ হয়ে পড়লে, মির্জা আব্বাসকে হাসপাতালে ভর্তি করা হয়৷

‘বাজেটে সব আছে, চট্টগ্রাম নেই'

‘বাজেটে সব আছে, চট্টগ্রাম নেই' জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনায় একথা বলেছেন সাংসদ মাইনুদ্দিন খান বাদল৷ তিনি দাবি করেন, চট্টগ্রামের উন্নয়ন বাংলাদেশের উন্নয়নের পূর্বশর্ত৷ তা সত্ত্বেও বাজেটে চট্টগ্রাম বিশেষ গুরুত্ব পাচ্ছেনা৷ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে এই খবর৷

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী