1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মহাজোট গড়ার প্রস্তুতি

এসবি/এসিবি (ডিপিএ,  এএফপি)১১ জানুয়ারি ২০১৮

গত বছরের সেপ্টেম্বর মাসে সাধারণ নির্বাচনের পর থেকে জার্মানিতে সরকার গড়া সম্ভব হয়নি৷ সেই অনিশ্চয়তা কাটিয়ে এবার নতুন করে মহাজোট সরকার গড়ার সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে৷

https://p.dw.com/p/2qfOQ
জার্মানিতে মহাজোট সরকার গড়ার লক্ষ্যে রুদ্ধদ্বার বৈঠক
ছবি: picture alliance/dpa/K. Nietfeld

প্রথমে উদারপন্থি ও সবুজ দলের সঙ্গে জোট গড়ার চেষ্টা চালিয়ে বিফল হয়েছিলেন চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল৷ তারপর সামাজিক গণতন্ত্রী এসপিডি দল বিরোধী আসন ছেড়ে মহাজোট গড়ার বিষয়ে আলোচনা করতে রাজি হয়৷ সেই প্রাথমিক আলোচনা বৃহস্পতিবার শেষ হবার কথা৷ গোপনীয়তার বেড়াজালে আলোচনা সত্ত্বেও সাফল্যের ইঙ্গিত পাওয়া যাচ্ছে৷ অর্থাৎ শেষ পর্যন্ত কোনো বাধা না এলে দুই শিবির আনুষ্ঠানিকভাবে জোট সরকার গড়ার আলোচনা শুরু করতে পারে৷

একদিকে এসপিডি, অন্যদিকে সিডিইউ ও সিএসইউ দলের ইউনিয়ন শিবির৷ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাদের মতপার্থক্য এখনো পুরোপুরি কাটেনি৷ বিশেষ করে কর ও রাজস্বের বণ্টন, অভিবাসন, কর্মসংস্থান, স্বাস্থ্য, অবসর ভাতা ও ইউরোপ সংক্রান্ত নীতি নিয়ে দুই শিবিরের বিপরীত অবস্থান রয়েছে৷ তাই বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত দরকষাকষি হতে পারে বলে অনুমান করা হচ্ছে৷ তারপর শুক্রবার মহাজোট গড়ার সিদ্ধান্তের ঘোষণা করা হবে, এমনটাই আপাতত ধরে নেওয়া হচ্ছে৷ সংবাদ মাধ্যমের একাংশের সূত্র অনুযায়ী, আগামী ৪ বছরে দুই শিবিরের লক্ষ্য পূরণ করতে প্রায় ১০,০০০ কোটি ইউরো প্রয়োজন হবে৷ অথচ বাস্তবে সর্বোচ্চ ৪,৫০০ কোটি ইউরো ব্যয়ের সুযোগ রয়েছে৷

তবে দলের শীর্ষ নেতারা মহাজোট গড়ার সিদ্ধান্ত নিলেই তা চূড়ান্ত হবে না৷ দলগুলিকেও সামগ্রিকভাবে সেই সিদ্ধান্ত অনুমোদন করতে হবে৷ বিশেষ করে এসপিডি দলের মধ্যে এখনো সরকারে যোগদান নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে৷ দলের নিজস্ব নীতি রূপায়নের যথেষ্ট সুযোগ না থাকলে মহাজোট সরকারে যোগ দেবার ক্ষেত্রে অনীহা দেখা দিতে পারে৷ আগামী ২১শে জানুয়ারি বন শহরে এসপিডি দলের সম্মেলনে এ বিষয়ে তর্ক-বিতর্ক হবে৷ তবে দলের শীর্ষ নেতা মার্টিন শুলৎস মহাজোট গড়ার বিষয়ে যথেষ্ট আশাবাদী৷