1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শেষ হলো ভ্যাঙ্কুভার প্যারালিম্পিকস

২২ মার্চ ২০১০

আতশবাজি আর আলোক সজ্জায় রবিবার রাতের আকাশ আলো ঝলমলে হয়ে উঠেছিল কিছুক্ষণের জন্য৷ সাথে সাথে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামলো ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত শীতকালীন প্যারালিম্পিকসের৷

https://p.dw.com/p/MYoM
ভ্যাঙ্কুভার প্যারালিম্পিকসে জার্মান বায়াথলেট থমাস ওয়েলজনারছবি: picture alliance / dpa

আন্তর্জাতিক প্যারালিম্পিকস কমিটির প্রধান নির্বাহী কর্মকর্তা জাভিয়ের গঞ্জালেস বললেন, ভ্যাঙ্কুভার এবং হুইসলারের এই খেলাগুলো সকল ক্রীড়া আসরের মধ্যে বেশ উচ্চ পর্যায়ের চমৎকার প্রতিযোগিতা যা বিশ্বজুড়ে রেকর্ড সংখ্যক টেলিভিশন ও ইন্টারনেট দর্শকের দৃষ্টি কেড়েছে৷ দুই বছর আগে বেইজিং এর আসরে ইন্টারনেটে প্যারালিম্পকসের দর্শক ছিল ৫০ হাজার৷ অথচ এই বছর তা ৯০ হাজারে পৌঁছেছে৷

১০ দিনব্যাপী অনুষ্ঠিত এই ক্রীড়া আসরে হাজির হয়েছিলেন বিশ্বের ৪৪টি দেশ থেকে পাঁচ শতাধিক প্রতিবন্ধী অ্যাথলেট৷ হুইসলারে অনুষ্ঠিত হয় আলপাইন স্কিং, বায়াথলন এবং ক্রস-কান্ট্রি স্কিং৷ অন্যদিকে ভ্যাঙ্কুভারে আসর জমেছিল হুইলচেয়ার কার্লিং এবং আইস স্লেজ হকির৷ রবিবার রাতে ভ্যাঙ্কুভার থেকে শীতকালীন প্যারালিম্পিকসের পতাকা হস্তান্তর করা হয় রাশিয়ার কাছে৷ কারণ চার বছর পর পরবর্তী প্যারালিম্পিকসের আসর বসবে রাশিয়ার শোচিতে৷

Flash Behindertensport
ভ্যাঙ্কুভার প্যারালিম্পিকসের স্লেজ হকিতে জার্মান দলছবি: picture-alliance/dpa

এবারের প্যারালিম্পিকসের বিশেষ দিক হচ্ছে শীতকালীন অলিম্পিকসের পরপরই একই ভেন্যুতে প্যারালিম্পিকসের আয়োজন৷ ক্যানাডীয় প্যারালিম্পিকস কমিটির প্রধান ব্লেয়ার ম্যাকিন্টশ বললেন, ‘‘অলিম্পিকসের সাথে প্যারালিম্পিকসের আয়োজনের মাধ্যমে ভ্যাঙ্কুভার এবং হুইসলারের যে অভিজ্ঞতা এবং অগ্রগতি তা পরবর্তী আয়োজকদের জন্য বিশেষভাবে সহায়ক হবে৷'' সমাপনী অনুষ্ঠানে রুশ প্যারালিম্পিক কমিটির সভাপতি ভ্লাডিমির লোকিন বলেন, ‘‘আমরা দেখিয়ে দিতে চাই যে, সবকিছুই সম্ভব৷''

এই বছরের প্যারালিম্পিকসের মনে রাখার মতো আরেকটি ঘটনা হচ্ছে, জার্মান অ্যাথলেট গেয়ার্ড শোনফেল্ডারের সোনা জেতার মধ্য দিয়ে প্যারালিম্পিকস-এ ক্যারিয়ার শেষ করা৷ ছয়টি প্যারালিম্পিক আসরে অংশগ্রহণ করে সর্বোচ্চ ১৬টি স্বর্ণপদক জেতার গৌরব রয়েছে শোনফেল্ডারের৷ আর এবারের আসরেই তিনি পেয়েছেন চারটি স্বর্ণ পদক৷ তবে, আলপাইন স্কি-তে চতুর্থ স্থানে থেকেও খুশি জার্মান অ্যাথলেট আনা শাফেলহুব্যার৷ তিনি বললেন, ‘‘আমি সত্যিই খুশি৷ আমি ভাবিনি আমি এতো ভাল করবো৷ এটা পদক পাওয়ার চেয়েও বেশি কিছু৷''

এদিকে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে নিষিদ্ধ ওষুধ সেবন করে দুই বছরের জন্য প্যারালিম্পিকসে নিষিদ্ধ হয়েছেন সুইডিশ অ্যাথলেট গ্লেন ইকোনেন৷ তবে এবারের আসরে ৩৯৩ টি ডোপিং টেস্টের মধ্যে মাত্র একজনের দেহেই ধরা পড়েছে নিষিদ্ধ মাদক সেবনের ঘটনা৷ তাই এটিকে খুব বড় অঘটন মনে করছেন না আয়োজক কমিটির প্রধান৷

এছাড়া হকি পাগল ক্যানাডীয়রা খুব হোঁচট খেয়েছে যখন স্লেজ হকিতে জাপানের কাছে পরাজয় মেনে নিতে হয়েছে তাদের জাতীয় দলকে৷ এমনকি শেষ পর্যন্ত ব্রোঞ্জ পদকটিও জুটেনি ক্যানাডীয় দলের ভাগ্যে৷ তবে হুইলচেয়ার কার্লিং-এ কোরিয়াকে ৮-৭ পয়েন্টে হারিয়ে সোনা জিতেছে জিম আর্মস্ট্রং-এর নেতৃত্বাধীন ক্যানাডীয় দল৷ ওদিকে, আলপাইন স্কি'তে স্বর্ণ পদক জিতে ক্যানাডীয় ‘গোল্ডেন গার্ল' এ খেতাবে ভূষিত হলেন লরেন উলস্টেনক্রফট৷ ২৮ বছর বয়সি উলস্টেনক্রফট এবারের আসরে জিতেছেন পাঁচটি স্বর্ণ পদক৷

প্রতিবেদক: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: রিয়াজুল ইসলাম