1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শোপ্যাঁ’র জন্ম-দ্বিশতবার্ষিকী উদযাপনে ১৭১ ঘণ্টার কনসার্ট

২৪ ফেব্রুয়ারি ২০১০

ফ্রাঙ্কো-পোলিশ সঙ্গীতজ্ঞ ও সুরকার ফ্রেডেরিক শোপ্যাঁ'র জন্ম-দ্বিশতবার্ষিকী উদযাপনে সোমবার ১৭১ ঘণ্টার এক ম্যারাথন কনসার্ট শুরু হয়েছে পোল্যান্ডের রাজধানী ওয়ার'শ-তে৷

https://p.dw.com/p/M9kD
শোপ্যাঁ’র জন্ম-দ্বিশতবার্ষিকী উপলক্ষে পোল্যান্ডের মুদ্রা ‘সুয়টি’র বিশেষ নোটছবি: AP

বিখ্যাত এই সঙ্গীত ব্যক্তিত্বের জন্ম তারিখ নিয়ে বিভ্রান্তির কারণে তাঁর সম্ভাব্য দুই জন্ম তারিখ ২২ ফেব্রুয়ারি এবং ১ মার্চ এর মাঝে এক সপ্তাহের পুরো সময়টি জুড়ে দিবারাত্রির এই ম্যারাথন কনসার্ট আয়োজন করা হল৷ ২৫০ জনেরও বেশি সঙ্গীতজ্ঞ ও গায়ক ১৭১ ঘণ্টার দিবারাত্রির এই কনসার্টে সঙ্গীত পরিবেশন করবেন৷

দুই জন্ম তারিখের মধ্যে সেতুবন্ধ রচনা করাই এর উদ্দেশ্য৷ ‘কেন্দ্রীয় স্মোলনা সাংস্কৃতিক সংঘ' এর সংগঠক পাওয়েল বেসার বার্তা সংস্থা এএফপি-কে বলেন, ‘‘আমরা যেহেতু জানি না কোন তারিখটি সঠিক তাই আমাদের মাথায় দুই তারিখের মধ্যে সেতুবন্ধ রচনা করার এই অসাধারণ চিন্তা আসে৷''

Polen Geschichte Musik Komponist Frederic Chopin
ফ্রাঙ্কো-পোলিশ সঙ্গীতজ্ঞ ও সুরকার ফ্রেডেরিক শোপ্যাঁছবি: ullstein bild - Lombard

শোপ্যাঁ'র ব্যপ্টিজমের সনদপত্র অনুযায়ী তাঁর জন্ম ২২ ফেব্রুয়ারি হলেও তিনি এবং তাঁর পরিবার সবসময়ই জন্মদিন হিসেবে ১ মার্চ-কেই উল্লেখ করেছেন৷

শোপ্যাঁ'র জন্মের দুই শত বছর উপলক্ষ্যে ২০১০ সালকে ‘শোপ্যাঁ বর্ষ' হিসেবে উদযাপন করছে পোল্যান্ড৷ ইউরোপের আরও নানা দেশ স্মরণ করছে এই কালজয়ী সংগীত রচয়িতাকে৷‘শোপ্যাঁ বর্ষ' আয়োজক পরিষদের প্রধান ভাল্ডেমার ডাব্রোভস্কি বলেন, ‘‘এমন প্রতিভাবানের একটি সপ্তাহব্যাপী জন্মোৎসব হতেই পারে৷''

মার্চের ১ তারিখে ওয়ার'শ থেকে ৬০ কিলোমিটার দূরে শোপ্যাঁ'র জন্মস্থান সেলাসোভা ভোলা এবং ওয়ার'শ রয়্যাল কাসল-এ যুগপৎভাবে শোপ্যাঁ'র সঙ্গীত উৎসব আয়োজন করা হচ্ছে৷

এছাড়াও পোল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক ঘোষণা করেছে, শোপ্যাঁ'র জন্ম-দ্বিশতবার্ষিকী উদযাপনে একটি ‘স্মারক ব্যাংক নোট' ছাড়া হবে৷ শোপ্যাঁ'র ছবিসহ ওই ব্যাংক নোটের মূল্যমান হবে ‘২০ স্লটি' (পাঁচ ইউরো) এবং ১ লাখ নোট ছাপানো হবে৷ অনলাইনে ২৫ থেকে ৫০ স্লটি মূল্যে এসব নোট বিক্রি করা হবে৷

ফরাসি বাবা এবং পোলিশ মায়ের সন্তান শোপ্যাঁ ১৮১০ সালে জন্মগ্রহণ করেন৷ ২০ বছর বয়সে তিনি দেশ ছাড়েন এবং প্রথমে ভিয়েনায় বসবাস শুরু করলেও পরে স্থায়ীভাবে প্যারিসে পাড়ি জমান৷ ১৮৪৯ সালে সালের ১৭ অক্টোবর মাত্র ৩৯ বছর বয়সে সেখানেই মারা যান শোপ্যাঁ৷

প্রতিবেদন : মুনীর উদ্দিন আহমেদ, সম্পাদনা : আব্দুল্লাহ আল-ফারূক