1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শেয়ারবাজারে কারসাজির তদন্ত প্রতিবেদন বৃহস্পতিবার

৫ এপ্রিল ২০১১

নারী উন্নয়ন নীতির বিরোধীতা করে ডাকা হরতালের খবর বেশ গুরুত্ব পেয়েছে পত্রিকার পাতায়৷ প্রায় সব কাগজেই দু’তিনটি করে প্রতিবেদন রয়েছে৷

https://p.dw.com/p/10nUE
ছবি: DW

এর মধ্যে একটিতে হরতালে সারা দেশের চিত্র তুলে ধরা হয়েছে৷ আরেকটিতে হরতাল নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্য ছাপা হয়েছে৷ তিনি বলছেন, কৌশলে ইসলামী ঐক্যজোটকে দিয়ে এই হরতালটি করিয়েছে বিএনপি৷ আর অন্য প্রতিবেদনে হরতাল আহ্বানকারী ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান আমিনীর হরতাল পরবর্তী সংবাদ সম্মেলনের খবর ছাপা হয়েছে৷

হরতালে শিশু পিকেটারদের ব্যবহারের বিষয়টি গুরুত্ব সহকারে উল্লেখ করেছে কালের কণ্ঠ৷ আর ডেইলি স্টারে দুটি ছবি ছাপা হয়েছে৷ এর একটিতে দেখা যাচ্ছে একজন কর্মী পাঞ্জাবির নিচে কোরান নিয়ে পিকেটিং করতে নেমেছে৷ ছবির ক্যাপশনে বলা হয়েছে এই প্রথমবারের মতো হরতালে কোরান শরীফের ব্যবহার দেখা গেল৷ এবং এটা উদ্দেশ্য প্রণোদিত ছিল৷ কারণ পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হলে কোরান শরীফের অবমাননার অভিযোগ আনা যাবে তাদের বিরুদ্ধে - এমনটাই বলছে ডেইলি স্টার৷ আরেকটি ছবিতে দেখা যাচ্ছে একজন কর্মী বেশ জোরে লাথি যাকে বলে ‘ফ্লাইং কিক' মারছেন এক পুলিশকে৷

শেয়ারবাজার

সমকালের প্রধান প্রতিবেদন শেয়ারবাজার নিয়ে৷ সেখানে বলা হয়েছে, শেয়ারবাজারে কারসাজি তদন্তে সরকার যে কমিটি গঠন করেছিল তারা এই বৃহস্পতিবার প্রতিবেদন জমা দেবে৷ সেখানে অনেক রাঘব বোয়ালের নাম থাকবে বলে পত্রিকাটি বলছে৷ অন্তত পাঁচশ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ ও তথ্য-প্রমাণ তুলে ধরা হতে পারে বলে জানা গেছে৷ এর মধ্যে এবি ব্যাংক, আল-আরাফা ইসলামী ব্যাংক, সাউথইস্ট ব্যাংক সহ কয়েকটি বেসরকারি ব্যাংকের নাম আসতে পারে বলে প্রতিবেদনে বলা হয়েছে৷ আর ব্যক্তির মধ্যে আ হ ম মোস্তফা কামাল, মোসাদ্দেক আলী ফালু সহ সরকারি ও বিরোধী দলের বেশ কয়েকজনের নাম আসতে পারে বলে জানা গেছে৷

রাজউকের ক্ষমতা

বিজিএমইএ ভবন নিয়ে হাইকোর্টের রায়ের পর রাজউক আবার আলোচনায়৷ প্রথম আলোর প্রধান প্রতিবেদনে বলা হয়েছে প্রভাবশালী মহলের সঙ্গে পেরে উঠছে না রাজউক৷ অর্থাৎ যেসব অবৈধ ভবনের মালিক প্রভাবশালী তাদের ভবনের ব্যাপারে কোনো কিছু করতে পারে না রাজউক৷ অথচ সাধারণ মানুষের ভবনে অল্প কোনো খুঁত পেলেই তারা ঝাঁপিয়ে পড়ে৷ যেমন নিজস্ব অনুসন্ধানের বরাত দিয়ে পত্রিকাটি বলছে, গত আট মাসে যেসব স্থাপনার বিরুদ্ধে রাজউক অভিযান চালিয়েছে, সেগুলোর মালিক প্রভাবশালী নন৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: সঞ্জীব বর্মন