1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শেয়ার কেলেংকারি তদন্তে কমিটি গঠন

২৫ জানুয়ারি ২০১১

খন্দকার ইব্রাহীম খালেদকে প্রধান করে শেয়ার কেলেংকারি তদন্তে কমিটি গঠন করা হয়েছে৷ অর্থমন্ত্রী বলেছেন শেয়ার বাজার থেকে কে কত অর্থ সরিয়েছে তার হিসাব আছে সরকারের কাছে৷

https://p.dw.com/p/102kt
Dhaka, Bangladesh
রবি ও সোমবার শেয়ার বজারে লেন-দেন বন্ধ ছিল ঢাকায়ছবি: DW

বৃহস্পতিবারের মহাবির্যয়ের পর রবি ও সোমবার শেয়ার বজারে লেন-দেন বন্ধ ছিল৷ মঙ্গলবার লেন-দেন শুরুর পর সূচক বাড়তে থাকে৷ একপর্যায়ে ৪৯৪ পয়েন্ট সূচক বেড়ে মোট সূচক গিয়ে দাড়ায় ৬,৮২১ পয়েন্টে৷ ফলে অনেক কোম্পানির অভ্যন্তরীণ সার্কিট ২১৫ পয়েন্ট অতিক্রম করায় ৭০ ভাগ কোম্পানির লেন-দেন স্থগিত করতে হয়৷ শেয়ারের দাম বাড়ার এই প্রবণতা কিছুটা হলেও স্বস্তি ফিরিয়ে এনেছে৷ ডিএসই'র সভাপতি শাকিল রিজভী জানান, শেয়ার বাজারে আস্থা ফিরে আসছে৷ এভাবে একসপ্তাহ চললেই বাজার গতি পাবে৷

অন্যদিকে, শেয়ার কেলেংকারির ঘটনা তদন্তে কৃষিব্যাংকের চেয়ারম্যান খন্দকার ইব্রাহীম খালেদকে প্রধান করে ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে৷ কমিটিকে ৩ সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে হবে বলে একনেক'এর বৈঠক শেষে জানান অর্থমন্ত্রী৷ তিনি বলেন শেয়ার বাজার থেকে কে কত অর্থ নিয়েছে তার তথ্য রয়েছে তার কাছে৷ কেন্দ্রীয় তথ্য ভাণ্ডারে সব তথ্য সংরক্ষিত আছে৷ তার দাবী খুব বেশী টাকা বাইরে যায়নি৷ দু'একটি প্রতিষ্ঠান টাকা সরিয়েছে৷

এদিকে ৫টি ব্রোকারেজ হাউজ তাদের লেন-দেন স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য হাইকোর্টে রিট করলে আদালত তা খারিজ করে দিয়েছেন৷ এটর্নি জেনারেল মাহবুবে আলম জানান, আদালত চান এই শেয়ার কেলেংকারির স্বচ্ছ তদন্ত হোক এবং দায়ীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাক৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী