1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শেয়ার বাজার কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের নাম প্রকাশের দাবি

৯ এপ্রিল ২০১১

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, অপরাধীদের আড়াল করতেই অর্থমন্ত্রী শেয়ার বাজার কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের নাম প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছেন৷

https://p.dw.com/p/10qUs
শেয়ার বাজার কেলেঙ্কারির সব রহস্য কাটছে নাছবি: DW

মির্জা ফখরুল এর তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে অপরাধীদের নাম প্রকাশ করার আহ্বান জানান৷ তিনি বলেন, এই সরকারের ফ্যাসিবাদি আচরণে দেশের মানুষ অতিষ্ঠ৷

শেয়ার বাজার কেলেঙ্কারির তদন্ত রিপোর্ট প্রকাশ নিয়ে নানা মহল থেকে দাবি উঠছে৷ বিশেষ করে কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের নাম প্রকাশ না করার সিদ্ধান্তে বিস্মিত হয়েছেন অনেকেই৷ তদন্ত কমিটির প্রধান খন্দকার ইব্রাহিম খালেদ সংবাদ মাধ্যমকে রিপোর্ট জমা দেয়ার দিনই বলেছেন, শেয়ার কেলেঙ্কারির সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম তিনি তার রিপোর্টে বলেছেন৷ এখন তাদের নাম প্রকাশ করা না করা সরকারের বিষয়৷ এ অবস্থায় আজ এক সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শেয়ার কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের নাম প্রকাশের দাবি জানিয়েছেন৷ তিনি বলেছেন, সরকার নাম প্রকাশ না করে অপরাধীদের আড়াল করতে চায়৷

তিনি বিরোধী নেতা কর্মীদের ওপর পুলিশ ও ব়্যাব দিয়ে হামলারও অভিযোগ করেন৷ তিনি অভিযোগ করেন, শুক্রবার পুলিশ দিয়ে ফ্যাসিবাদি কায়দায় কেরানিগঞ্জে বিএনপির সমাবেশ পণ্ড করা হয়েছে৷ নির্যাতন করা হয়েছে নেতা-কর্মীদের৷ তিনি জানান, ব়্যাব এখন নির্মম আচরণ করছে৷ সাধারণ মানুষ তাদের নির্যাতনের শিকার হচ্ছে৷

মির্জা ফখরুল বলেন, এই সরকার তার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ না করে বিরোধী দলকে দমন নিপীড়নে নেমেছে৷ এর পরিণতি ভাল হবেনা৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন