1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শোয়ারৎসেনেগার ও ট্রাম্পের ঝগড়া

৬ ফেব্রুয়ারি ২০১৭

ঝগড়ার সূত্রপাত টিভি অনুষ্ঠান ‘অ্যাপ্রেনটিস' নিয়ে৷ অনুষ্ঠানটি উপস্থাপনা করতেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ কিন্তু ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর উপস্থাপনার ভার নেন ‘টার্মিনেটর-'এর অভিনেতা আরনল্ড শোয়ারৎসেনেগার

https://p.dw.com/p/2X2aM
Bildcombo Donald Trump und Arnold Schwarzenegger

শোয়ারৎসেনেগার উপস্থাপিত প্রথম পর্বের রেটিং একেবারেই ভালো ছিল না৷আর এ নিয়েই ট্রাম্প খোঁচা দেন সাবেক ক্যালিফোর্নিয়ার গভর্নরকে৷ অনুষ্ঠানের রেটিং কমে যাওয়ায় ডোনাল্ড ট্রাম্প নতুন সঞ্চালক শোয়ারৎসেনেগারের জন্য প্রার্থনার আহ্বান জানান৷ এতে ক্ষেপে যান টার্মিনেটর অভিনেতা৷ ট্রাম্পকে কটাক্ষ করে তখন তিনি বলেন, ‘‘ট্রাম্প আমার সঙ্গে চাকরি বদল করলে লোকজন আবার একটু শান্তিতে ঘুমাতে পারবেন৷''

ঝগড়ার সূত্রপাত টিভি অনুষ্ঠান ‘অ্যাপ্রেনটিস' নিয়ে৷ 

সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের এই ঝগড়া এখন ভাইরাল৷ মাত্র ৪ ঘণ্টায় এজে প্লাস-এর ভিডিওটি  ফেসবুকে দেখা হয়েছে ৩ লাখ ৫৭ হাজার৷ ২ হাজার বার শেয়ার হয়েছে৷ এছাড়া ইউটিউবেও তাদের ঝগড়ার অনেক ভিডিও দেখা হয়েছে কয়েক লাখ বার৷ 

ফেসবুকে এজে প্লাসের ভিডিওটির নীচে কয়েক শ মন্তব্যের মধ্যে বেশিরভাগ মন্তব্যই ট্রাম্পকে ব্যঙ্গ করে৷ অনেকেই বলছেন, ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ঠিকই, কিন্তু এখনও বাচ্চাদের মতো আচরণ করছেন৷  

প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার জাতীয় প্রাতরাশ প্রার্থনা সভায় বক্তব্য রাখতে গিয়ে আরনল্ড শোয়ারৎসেনেগারকে এক হাত নেন৷ তিনি বলেন, ‘‘সেলিব্রিটি অ্যাপ্রেনটিস নামের জনপ্রিয় অনুষ্ঠানটি এখন তলানিতে ঠেকেছে৷ একে ‘টোটাল ডিজাস্টার' উল্লেখ করে প্রাতরাশে উপস্থিত ব্যক্তিদের উদ্দেশে বলেন, ‘‘যদি পারেন তবে আর্নল্ড শোয়ারৎসেনেগারের জন্য প্রার্থনা করুন৷''

হলিউডের প্রভাবশালী অভিনেতা আর্নল্ড দ্রুত এক টুইট বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্পের মশকরার জবাব দিয়েছেন৷ সংক্ষিপ্ত ভিডিও বার্তা ও টুইট বার্তায় আর্নল্ড বলেন, ‘‘ন্যাশনাল প্রেয়ার ব্রেক ফাস্ট? প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাকরিটা বদল করলেই হয়৷ এর ফলে লোকজন আবার শান্তিতে ঘুমাতে পারবে৷''

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের জের ধরে শোয়ারৎসেনেগারের বেশ কিছু টুইট বিনিময় হয়েছে৷ এমনি এক টুইট বার্তায় তিনি বলেছেন, ডোনাল্ড ট্রাম্প অ্যাপ্রেন্টিসের জন্য যেমন পরিশ্রম করেছেন, প্রেসিডেন্ট হিসেবে জনগণের মন জয় করার জন্য সে ধরনের পরিশ্রম করলেই হয়৷

এপিবি/এসিবি