1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শ্রীলংকার বিরুদ্ধে ডবল সেঞ্চুরি হাঁকালেন শচিন

২৯ জুলাই ২০১০

মুখে খোঁচা খোঁচা দাড়ি নিয়েই খেলতে নেমেছেন শচিন টেন্ডুলকর৷ এক এক করে রান করে যাচ্ছেন শ্রীলংকার বিরুদ্ধে৷ এক সময় রানের পাল্লা ভারি হতে হতে তিনি তাঁর ব্যাটটি মাথার উপর তুলে জানান দিলেন সেঞ্চুরির৷

https://p.dw.com/p/OXR3
ছবি: AP

টেস্ট জীবনের ৪৮তম শতক নিয়ে অপরাজিত অবস্থায় আজ মাঠে নেমেছিলেন তিনি৷ আশা ছিল ডবল সেঞ্চুরির৷ সেটাই করলেন৷ ২০৩ রানের এই ডাবল সেঞ্চুরিটি হলো তাঁর জীবনের পাঁচ নম্বর ডবল৷ ডাবল সেঞ্চুরির জন্য তাঁকে হাঁকাতে হয়েছে ২৩টি চার এবং একটি ছক্কা৷ আর শ্রীলংকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ফলো অন এড়াতে যে রান প্রয়োজন, তা তো হলোই সঙ্গে লিডও নেয়া হলো৷

বৃহস্পতিবারের খেলা শুরু হলে শচিনের অপর প্রান্তে ছিলেন সুরেশ রায়না৷ কিন্তু তাঁকে বেশিদূর এগুতে দেয়নি কুমার সাঙ্গাকারা৷ টেস্টে ক্রিকেটে নতুন খেলোয়াড় সুরেশকে ১২০ রানের মাথায় তালুবদ্ধ করে পাঠিয়ে দেয়া হয় সাজঘরে৷ ২০৩ রান করবার পর দিলশানের বলে জয়বর্ধনের তালুবদ্ধ হন টেন্ডুলকার৷

এর আগের দিন মাত্র এক রানের জন্য টেস্টে নিজের ২১তম শতকের আশা পূরণ করতে পারেননি শেবাগ৷ ১০১ বলে ৯৯ রান করে তিনি বুধবার শিকার হন সুরজ রনদিভের৷ দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে শ্রীলংকার সংগ্রহ ৬৪২ এবং ভারত এ পর্যন্ত নয় উইকেটের বিনিময়ে করেছে ৬৮৮৷ ক্রিজে আছেন ইশান্ত শর্মা এবং প্রজ্ঞান ওঝা৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: সঞ্জীব বর্মন