1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শ্রীলংকায় বিস্ফোরকবাহী ট্রাক দুর্ঘটনা, নিহত ২৭

১৭ সেপ্টেম্বর ২০১০

শ্রীলংকার পূর্বাঞ্চলীয় শহর বাত্তিকালোয়া সংলগ্ন এক পুলিশ স্টেশনে বিস্ফোরকবাহী একটি ট্রাক আকস্মিক ভাবে দুর্ঘটনায় পড়লে তৎক্ষণাৎ ২৭ জনের মৃত্যু ঘটে বলে জানা গেছে৷

https://p.dw.com/p/PEOK
শ্রীলংকায় ট্রাক দুর্ঘটনা (ফাইল ছবি)ছবি: AP

শ্রীলংকান সেনাবাহিনীর এক মুখপাত্রের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার শ্রীলংকার বাত্তিকালোয়া'র একটি পুলিশ স্টেশনের কাছে এই ট্রাকটি বিস্ফোরিত হয়৷ এতে পুলিশ স্টেশনে অবস্থানরত ২৭ জনের মৃত্যু ঘটেছে৷

মেজর জেনারেল উবাইয়া মিডাওইলা জানিয়েছেন, নিহতরা সবাই পুলিশ স্টেশনটির ভেতরে অবস্থান করছিলো৷ আর দুর্ঘটনার কারণ যে বিস্ফোরকবাহী ট্রাকটি, সেটি পুলিশ স্টেশনের একেবারে লাগোয়া রাস্তায় পার্ক করা ছিল৷

এর আগে শ্রীলংকার রাষ্ট্রীয় সংবাদসংস্থার বরাতে জানা গিয়েছিল যে, নিহতদের মধ্যে দুজন বিদেশীও রয়েছেন৷ যদিও পরবর্তীতে এসম্পর্কে তাঁরা আর বিশদ কিছু জানাননি৷ তবে শ্রীলংকায় নিকট অতীতে মৃতের সংখ্যা বিচারে এটি একটি বড় হতাহতের ঘটনা৷

উল্লেখ্য, শ্রীলংকায় ৩ যুগ ধরে চলা দীর্ঘ রক্তক্ষয়ী গৃহযুদ্ধের অবসান ঘটেছে মাত্র গত বছরই৷ গৃহযুদ্ধের দীর্ঘ সময়টাতে শ্রীলংকাবাসীকে প্রায়শই তামিল বিচ্ছিন্নতাবাদীদের চোরাগোপ্তা বোমা হামলার কারণে এই ধরণের বিয়োগান্তক ঘটনার মুখোমুখি হতে হত৷ তবে সেনাবাহিনীর মুখপাত্র নিশ্চিত করেছেন যে এই ট্রাক বিস্ফোরণ নিছক একটি দুর্ঘটনাই৷

প্রতিবেদন : হুমায়ূন রেজা

সম্পাদনা : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়