1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শ্রীলঙ্কার নির্বাচনে জয়ী রাজপাকসা’র জোট

২১ এপ্রিল ২০১০

শ্রীলংকার নবনির্বাচিত পার্লামেন্ট বসছে বৃহস্পতিবার৷ প্রেসিডেন্ট রাজাপাকসা'র ঘোরতর প্রতিদ্বন্দ্বী সাবেক সেনাপ্রধান শরৎ ফনসেকার বিরুদ্ধে সামরিক আদালতে মামলা চললেও তিনি সংসদে উপস্থিত থাকার অনুমতি পেয়েছেন৷

https://p.dw.com/p/N2Gb
প্রেসিডেন্ট নির্বাচনের সাফল্য সংসদ নির্বাচনেও ধরে রাখতে পারলেন রাজাপাকসাছবি: AP

রাজাপাকসা'কে ফনসেকা যে সংসদে এক হাত নেবেন, সেটা ধরে নেয়া যায়৷

এই সংসদ নির্বাচনে রাজাপাকসা'র ক্ষমতাসীন জোট ইউনাইটেড পিপলস ফ্রিডম অ্যালায়েন্স জয়ী হয়েছে৷ সংসদের ২২৫টি আসনের মধ্যে ১৪৪টি আসন পেয়েছে৷ মঙ্গলবার দুটি নির্বাচনী এলাকায় নতুন করে ভোট হওয়ায় চূড়ান্ত ফল ঘোষণা একটু পিছিয়ে যায়৷ রাজাপাকসার কোয়ালিশন অবশ্য একটুর জন্য দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি৷ ফলে সরকার ইচ্ছে করলেই সংবিধান সংশোধন করতে পারবেনা৷ বর্তমান সংবিধান যদি বহাল থাকে তাহলে রাজপাকসা ২০১৬ সালে তাঁর দ্বিতীয় মেয়াদ শেষ হবার পর আবার নির্বাচনে দাঁড়াতে পারবেননা৷

Sarath Fonseka
আরও কোণঠাসা হয়ে পড়লেন ফনসেকাছবি: AP

এখন সবার চোখ বৃহস্পতিবার নবনির্বাচিত সংসদের উদ্বোধনী অধিবেশনের দিকে৷ বিরোধী নেতা ফনসেকা, যিনি মার্ক্সবাদী দলের প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন, সংসদের অধিবেশনে উপস্থিত থাকার অনুমতি পেয়েছেন৷ তাঁর কোর্ট মার্শাল চলতে থাকলেও প্রতিটি অধিবেশনের পর তাঁকে আবার অন্তরীণে ফিরে যেতে হবে৷

রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, শরৎ ফনসেকা সংসদে প্রেসিডেন্টকে আক্রমণ করার কাজে বিরোধী নেতা হিসেবে তাঁর অবস্থানটাকে হয়ত কাজে লাগাবেন৷ সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলোও তিনি সম্ভবত পার্লামেন্টে নিয়ে আসতে সচেষ্ট হবেন৷ প্রেসিডেন্ট অবশ্য পার্লামেন্টে আসন গ্রহণ করেননা৷

গত মে মাসে তামিল টাইগার গেরিলাদের পরাজিত করার পর প্রেসিডেন্ট রাজাপাকসা এবং তখনকার সেনাপ্রধান শরৎ ফনসেকার সম্পর্কে চিড় ধরে যায়৷ জানুয়ারির প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হন ফনসেকা৷ তাঁকে গ্রেপ্তার করা হয়৷ কিন্তু অন্তরীণে থাকাকালেই তিনি সংসদের একটি আসনে জয়ী হন৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি সামরিক উর্দি পরা অবস্থায় রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট হয়েছেন৷ অস্ত্র সংগ্রহ সংক্রান্ত এক দুর্নীতির ঘটনায় তাঁর যোগ ছিল বলে অভিযোগ তোলা হয়েছে৷ এই অভিযোগেই তাঁর কোর্ট মার্শাল চলছিল৷ মঙ্গলবার দুসপ্তাহের জন্য তা মুলতুবি রাখা হয়েছে৷ ফনসেকা অবশ্য এইসব অভিযোগের সত্যতা অস্বীকার করেছেন৷ তিনি বলছেন, এগুলো সব রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত৷ লক্ষ্য,তাঁর কণ্ঠরোধ করা৷

প্রতিবেদক : আব্দুল্লাহ আল-ফারূক

সম্পাদনা: সঞ্জীব বর্মন