1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শ্রীলঙ্কার ৪২৫ রানের জবাবে ভারতের ২ উইকেটে ১৮০ রান

৫ আগস্ট ২০১০

চলছে ভারত-শ্রীলঙ্কা তৃতীয় ও শেষ টেস্ট৷ বুধবার দ্বিতীয় দিন নিজেদের গুছিয়ে নিয়েছে ভারত৷ প্রথম ইনিংসে ২ উইকেটে ১৮০ রান ভারতের৷ এর আগে ৪২৫ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কার প্রথম ইনিংস৷

https://p.dw.com/p/OcFq
Virender Sehwag
দারুণ ফর্মে আছেন বিরেন্দর শেবাগছবি: AP

কলম্বোর পি সারা ওভাল মাঠ৷ প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ১৪ রান নিয়েই বিদায় নেন মুরালি বিজয়৷ দলীয় ৪৯ রানে ল্যাসিথ মালিঙ্গার বলে বিজয়ের বিদায়৷ ধরা পড়েন অজন্তা মেন্ডিসের হাতে৷
অপর উদ্বোধনী ব্যাটসম্যান বীরেন্দর শেবাগের সাথে যোগ দেন রাহুল দ্রাবিড়৷ কিন্তু ২৩ রান করে ফিরে যান দ্রাবিড়৷ অ্যাঞ্জেলো ম্যাথিউসের বলে এলবিডব্লিউ দ্রাবিড়৷ জুটি বাঁধেন শেবাগ ও আগের ম্যাচের ডাবল সেঞ্চুরিয়ান শচীন টেন্ডুলকার৷ বলা বাহুল্য, শচীনের এটি ১৬৯তম টেস্ট ম্যাচ৷ অপরাজিত শচীন পেয়েছেন ৪০ রান৷

বুধবার ১৭টি চার হাঁকিয়েছেন শেবাগ৷ রয়েছেন ৯৭ রানে অপরাজিত৷ ধীর গতিতে এগুচ্ছেন তাঁর ২১তম শতকের দিকে৷ দারুণ ফর্মে থাকা এই ব্যাটসম্যান বুধবার সাত হাজার রানের মাইলফলকও পার করেন৷ এই রেকর্ড পার করা ষষ্ঠ ভারতীয় ব্যাটসম্যান শেবাগ৷ এছাড়া এই ইনিংসেই তাঁর এক হাজারতম চার হাঁকালেন শেবাগ৷ এর আগে, প্রথম টেস্টে ১০৯ এবং দ্বিতীয় টেস্টে শেবাগ তুলেছেন ৯৯ রান৷

এর আগে দ্বিতীয় দিন ৪ উইকেটে ২৯৩ রান নিয়ে খেলতে নামে শ্রীলঙ্কা৷ তবে প্রজ্ঞান ওঝা ও ইশান্ত শর্মার কাছে হার মানতে হয় স্বাগতিকদের৷ ওঝা ১১৫ রানে ৪টি উইকেট এবং ৭২ রান দিয়ে শর্মা তুলে নেন তিনটি উইকেট৷ দলের খাতায় ৩৭ রান যোগ হওয়ার পর বিদায় নেন অ্যাঞ্জেলো ম্যাথিউস৷ ৪৫ রানের পরই ওঝার এলবিডব্লিউর ফাঁদে পড়েন ম্যাথিউস৷ এরপর একে একে বিদায় নেন সুরাজ রনদিভ, ল্যাসিথ মালিঙ্গা, অজন্তা মেন্ডিস এবং চনাকা ভেলেগেদারা৷

অবশ্য ব্যাতিক্রম ছিলেন সেঞ্চুরিয়ান থিলান সামারাভিরা৷ ক্যারিয়ারের ১২তম শতক করে দলকে চারশো স্কোর পার করান৷ শেষ পর্যন্ত ১৩৭ রানে অপরাজিত সামারাভিরা৷ এই ইনিংসে ১২টি চার এবং একটি ছয় হাঁকিয়েছেন তিনি৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: রিয়াজুল ইসলাম