1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শ্রীলঙ্কা দলের নতুন অধিনায়ক দিলশান

১৮ এপ্রিল ২০১১

বিশ্বকাপ ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্সের বড় ধরণের স্বীকৃতি পেলেন শ্রীলঙ্কার ক্রিকেট দলের অন্যতম অলরাউন্ডার তিলকারত্নে দিলশান৷ আসছে ইংল্যান্ড সফরে নতুন অধিনায়ক হিসেবে তাঁর নাম ঘোষণা করলো শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড৷

https://p.dw.com/p/10vTa
তিলকারত্নে দিলশানছবি: AP

সর্বশেষ বিশ্বকাপে শ্রীলঙ্কা দল রানার্স আপ হলেও ব্যক্তিগত রানের তালিকায় দিলশান ছিলেন সবার ওপরে৷ ম্যাচ প্রতি গড়ে ৬২ রানে সর্বমোট সংগ্রহ ছিল তাঁর ৫০০ রান যা এবারের বিশ্বকাপে সর্বোচ্চ৷ সবদিক থেকেই দলকে এবার দারুণ পারফরমেন্স উপহার দিয়েছেন এই মারকুটে ব্যাটসম্যান৷ বিশ্বকাপের পরপর অধিনায়কের দায়িত্ব থেকে অব্যাহতি নেন কুমারা সাঙ্গাকারা৷ তাঁর জায়গায় নতুন কাউকে খুঁজে পেতে খুব বেশি সমস্যা হয়নি শ্রীলঙ্কার ক্রিকেট কর্মকর্তাদের৷ আজ বোর্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ইংল্যান্ড সফরে দলকে নেতৃত্ব দেবেন দিলশান৷

অবশ্য অধিনায়কত্ব খুব একটা নতুন নয় দিলশানের কাছে৷ গত বছর জিম্বাবোয়েতে ত্রি-দেশীয় ওয়ানডে সিরিজে দলকে প্রথমবারের মত নেতৃত্ব দেন তিনি৷ আর সিরিজে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফেরেন৷ তাই সফলতা নিয়েই নতুন দায়িত্ব শুরু করতে যাচ্ছেন ৩৪ বছর বয়সি এই ক্রিকেটার৷ তবে টেস্ট দলের নেতৃত্ব তাঁর জন্য এই প্রথম ৷

এদিকে অধিনায়কের নাম ঘোষণা করা হলেও সহ অধিনায়ক হিসেবে কাউকে নির্বাচিত করা হয়নি৷ শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড জানিয়েছে, দলের অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় এই মুহূর্তে জখম থাকায় সহ অধিনায়ক নির্বাচনের জন্য আরও কিছুদিন অপেক্ষা করা হবে৷ উল্লেখ্য, আসছে ১০ মে শ্রীলঙ্কা যাচ্ছে ইংল্যান্ডে৷ সেখানে তারা তিন টেস্ট ও পাঁচটি ওয়ানডের সিরিজ ছাড়াও একটি টোয়েন্টি টোয়েন্টি ম্যাচ খেলবে৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক